মেখলিগঞ্জ, ১৪ জুন : কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের । ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের তিনবিঘা এলাকায়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিপি শর্মা। বাড়ি বিহারের আরওয়ালে। তিনি বিএসএফের ৬ নম্বর ব্যাটালিয়নের ভীম আউট পোস্টে হেড কনস্টেবল পদে ছিলেন।
জানা গিয়েছে, শুক্রবার সকালে মেখলিগঞ্জের কুচলিবাড়ির তিনবিঘা করিডর সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিপি শর্মা। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় তাঁর। প্রসঙ্গত, সম্প্রতি দিনহাটা সীমান্তে বজ্রপাতে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। জখম হন কয়েকজন।