Country

11 months ago

BJP president Nadda praise Modi:প্রধানমন্ত্রী মোদীর শাসন মডেল বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে : জে পি নাড্ডা

JP NADDA
JP NADDA

 

নয়াদিল্লি, ২৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেল বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, "বিগত ৯ বছরে, মোদীজি বিশ্বস্তরে ভারতের মর্যাদা বাড়িয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মোদীজির অটোগ্রাফ চাইছেন, এটাই মোদীজির নেতৃত্বের ক্যারিশমা এবং তাঁর অধীনে ভারতের পরিবর্তনশীল চিত্র দেখায়।" নাড্ডা আরও বলেছেন, "অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যেভাবে সিডনিতে বলেছিলেন, মোদীজি আপনিই বস... তাঁর বক্তব্য থেকে বোঝা যায় ভারত সম্পর্কে বিশ্বের দৃষ্টিভঙ্গি কীভাবে বদলেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আপনার সঙ্গে দেখা করার জন্য তাঁর দেশ থেকে অস্ট্রেলিয়ায় উড়ে এসেছেন।"

'সফল' ত্রিদেশীয় সফর শেষে বৃহস্পতিবার সকালেই দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছনোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর নাড্ডা বলেছেন, "আজ যখন প্রধানমন্ত্রী ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরেছেন এবং বিগত পাঁচ দিন ধরে যেভাবে তিনি ভারতের ভাবমূর্তি তুলে ধরেছেন, তা আমাদের গর্বিত করে। প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাই।" নাড্ডার কথায়, "বিশ্বে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদী অনেক অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী যেখানেই গিয়েছিলেন সেখানকার শিল্প নেতৃবৃন্দ, বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে দেখা করতে এবং শাসন নিয়ে আলোচনা করতে আগ্রহী ছিলেন... এটাও আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বিশ্ব আপনার শাসন মডেলের প্রশংসা করেছে।"











You might also like!