Country

1 year ago

Nawab Malik : প্রাক্তন মন্ত্রী নবাব মালিকের জামিনের সিদ্ধান্ত ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

Nawab Malik
Nawab Malik

 

মুম্বই, ২৪ নভেম্বর  : মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিকের জামিনের সিদ্ধান্ত ৩০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত। বিশেষ আদালতের বিচারক আর এন রোকেদ বলেন, এ মামলার রায়ের প্রক্রিয়া এখনও শেষ হয়নি।

কুরলা জমি ক্রয় মামলার অনিয়মের মানি লন্ডারিংয়ের তদন্ত করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নবাব মালিককে গ্রেফতার করেছিল। মালিক বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মামলায় নবাব মালিকের পক্ষে মুম্বইয়ের বিশেষ আদালতে জামিনের আবেদন করা হয়। গত ১৪ নভেম্বর বিশেষ আদালত এই আবেদনের উপর বিস্তারিতভাবে নবাব মালিকের আইনজীবী এবং ইডি-র আইনজীবীদের শুনানি করে। এরপর বিশেষ আদালত আজকের জন্য রায় সংরক্ষণ করেন।

বিশেষ আদালত বৃহস্পতিবার জানিয়েছে, রায় দেওয়ার প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তাই ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হচ্ছে। এনসিপি নেতা মালিককে এই বছরের ফেব্রুয়ারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল।


You might also like!