Country

1 month ago

Atishi on kejrwal security: কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অতিশী, চিন্তার কথা জানালেন এএপি নেত্রী

Atishi worried about Kejriwal's safety
Atishi worried about Kejriwal's safety

 

নয়াদিল্লি, ২২ মার্চ: আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানালেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। অতিশী এক্স মাধ্যমে নিজের মনের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, "দেশে এই প্রথমবার একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল, অরবিন্দ কেজরিওয়াল জেড প্লাস সুরক্ষা পেয়ে থাকেন।" এরপরই অতিশী যুক্ত করেছেন, "এখন কেন্দ্রীয় সরকারের ইডি-র হেফাজতে রয়েছেন তিনি, আমরা তাঁর নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন।"

উল্লেখ্য, দিল্লির আবগারি মামলায় এএপি প্রধানকে মোট ন’বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু আট বারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু হাজিরা না দিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট তা খারিজ করলে সুপ্রিম কোর্টে যান তিনি। অন্য দিকে, হাইকোর্ট রক্ষাকবচ না দেওয়ার পরেই তৎপর হয় ইডি। বিশাল পুলিশ বাহিনী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরির বাসভবনে যান ইডি আধিকারিকেরা। তাঁর বাড়ি তল্লাশি করেন। ইডি সূত্রে খবর, কেজরিওয়ালের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘণ্টা দুয়েকের তল্লাশি শেষে কেজরিকে গ্রেফতার করে ইডি।

You might also like!