Country

4 weeks ago

Army Commanders Conference begins in Delhi:দিল্লিতে শুরু সেনা কমান্ডারদের সম্মেলন, ২ এপ্রিল বক্তব্য রাখবেন রাজনাথ

Army Commanders Conference begins in Delhi
Army Commanders Conference begins in Delhi

 

নয়াদিল্লি, ২৮ মার্চ : দিল্লিতে বৃহস্পতিবার অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে শুরু হয়েছে সেনা কমান্ডারদের সম্মেলন। ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে ধারণা, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও মূল্যায়নের ক্ষেত্রে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করে। সেনাবাহিনী যাতে প্রগতিশীল, দূরদর্শী, এবং ভবিষ্যতের জন্য সব দিক দিয়ে প্রস্তুত থাকে, তা সুনিশ্চিত করাও এর লক্ষ্য। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী ২ এপ্রিল শীর্ষস্থানীয় সেনা আধিকারিকদের এই সম্মেলনে ভাষণ দেবেন।

সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এই কমান্ডের সদর দফতরে ভার্চুয়াল মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখবেন। এই সম্মেলনে একাধিক অধিবেশন থাকছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও পর্যালোচনা করা হবে। সম্মেলনের শেষ দিনে বক্তব্য রাখবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর. হরিকুমার এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি. আর. চৌধুরী। সম্মেলনে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে এবং প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য পদস্থ আধিকারিকরা।


You might also like!