নয়াদিল্লি, ৯ মে: ‘গণছুটি’তে গিয়েছেন ৩০০ ক্রু। বাতিল করতে হয়েছে ৭৮টিরও বেশি বিমান। এবার পাল্টা পদক্ষেপ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এক চিঠিতে চাকরি গেল কমপক্ষে ২৫ জন কেবিন ক্রু-র। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে শঙ্কা।
উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকেই গণছুটিতে চলে যান এয়ার ইন্ডিয়ার কমপক্ষে ৩০০ ক্রু। বুধবারও অব্যাহত থাকে তা। সকলেই ‘সিক লিভ’ নিয়ে নেন। নিজেদের মোবাইলও অফ করে দেন। এর জেরে বাতিল করতে হয় কমপক্ষে ৭৮টি বিমান। ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা।
হঠাৎ করে একসঙ্গে এতজন কর্মী ছুটি নেওয়ায় যে অব্যবস্থার সৃষ্টি হয়েছিল, তার জেরেই শাস্তি স্বরূপ ২৫ জন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।