মহারাজগঞ্জ, ১৮ নভেম্বর : এক যুবতীর ওপর অ্যাসিড হামলার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। শনিবার এক পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন।
মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ কুমার সিং জানিয়েছেন, শুক্রবার গভীর রাত প্রায় একটা থেকে দেড়টার মধ্যে পুলিশের সঙ্গে ধৃতদের এনকাউন্টার হয়। তারপরেই পুলিশ তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে যুবতীর ওপর হামলা চালায় ধৃতরা। শুক্রবার রাতে পুলিশের এনকাউন্টারে দুজন ধৃত আহত হয়েছে। ধৃত অনিল ভার্মার গুলি লেগেছে, রাম বচনও আহত হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, ভার্মা ৪-৫ দিন আগে মহিলার ওপর অ্যাসিড হামলার ছক কষেছিল।
এএসপি জানিয়েছেন, যুবতী, অনিল ভার্মাকে অনেকদিন ধরেই চেনেন। প্রায় তিন মাস আগে অন্য একজনের সঙ্গে মহিলার বিয়ে ঠিক হওয়ায় অনিল এই হামলার পরিকল্পনা করে। হামলার সময় ব্যবহৃত স্কুটারে অ্যাসিডের দাগ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে যুবতী তাঁর মায়ের সঙ্গে বাজার থেকে ফিরছিলেন তখনই ধৃতরা তাঁর ওপর অ্যাসিড ছুঁড়ে মারে। পুলিশ জানিয়েছে, মহিলার মুখের ৫-৭ শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে গোরক্ষপুরের বিআরডি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি।