Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

Country

1 year ago

Naib Singh Saini: দুর্নীতিতে কংগ্রেসের থেকে এক ধাপ এগিয়ে আম আদমি পার্টি : নায়াব সিং সাইনি

Naib Singh Saini
Naib Singh Saini

 

নয়াদিল্লি, অক্টোবর : কংগ্রেস আম আদমি পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তাঁর কথায়, দুর্নীতিতে কংগ্রেসের থেকে এক ধাপ এগিয়ে আম আদমি পার্টি। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বড়সড় জয়ের পর বুধবার সকালে দিল্লিতে আসেন মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আম আদমি পার্টি এমন একটি দল যা দুর্নীতির কাদাজলে আটকে আছে। দুর্নীতির দিক দিয়ে তাঁরা কংগ্রেসের চেয়ে এগিয়ে। এএপি এবং কংগ্রেসের একটা বোঝাপড়া আছে - তাঁরা আসন বণ্টনের ইস্যুতে লড়াই করেছিল, অন্যথায় তাঁরা লোকসভা নির্বাচনে একসাথে ছিল। জনগণ বুঝতে পেরেছে, কংগ্রেস দুর্নীতিগ্রস্ত এবং এএপি আরও বেশি দুর্নীতিগ্রস্ত। যদি আমরা বলি, এএপি দুর্নীতিগ্রস্ত তার চেয়ে কংগ্রেস বেশি দুর্নীতিগ্রস্ত - উভয়ই একই রকম।"

কংগ্রেসের সমালোচনা করে সাইনি বলেছেন, "কংগ্রেসের ডিএনএ-তে দলিতদের সম্মান করা নেই, তাঁরা সর্বদা দলিতদের অসম্মান করেছে। এমনকি তাঁরা বি আর আম্বেদকর এবং সংবিধানকে অসম্মান করেছে। তাঁদের মিথ্যাচার হিমাচল প্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় কাজ করেছে। কিন্তু, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং এখন হরিয়ানা তাঁদের মিথ্যা প্রত্যাখ্যান করেছে।"

You might also like!