Breaking News
 
Amit Shah: আগাম নির্বাচনের দামামা? ‘এপ্রিলে ভোট’—অমিত শাহের এমন দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, কোন ম্যাজিকে ক্ষমতা দখল? Amit Shah:দিলীপের ঠাঁই নেই শাহের বৈঠকে! বঙ্গ বিজেপির অন্তর্কলহ এবার প্রকাশ্যে—বিস্ফোরণের অপেক্ষায় গেরুয়া শিবির TMC:নির্বাচনী বৈতরণী পার করতে কো-অর্ডিনেটরদের ওপর ভরসা! ২৯৪ আসনে সৈনিক সাজাল তৃণমূল কংগ্রেস Suvendu Adhikari:শুভেন্দুর নিশানায় এবার ‘সেবাশ্রয়’! জন্ম নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত বয়ানে বিভাজনের রাজনীতি খুঁজছে তৃণমূল Historic Leader Passes Away: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া Durga Angan: সোমবার 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

Country

2 years ago

A farmer died due to lightning:মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু এক কৃষকের

A farmer died due to lightning
A farmer died due to lightning

 

ফতেহপুর, ২৫ মে : রাজস্থানের ফতেহপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় এক কৃষকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। পাশের ক্ষেতে কাজ করা অন্য কৃষকরা নিহতের পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গেছে, হোসেনগঞ্জ থানা এলাকার সাহাবগঞ্জের কৃষক রামনাথ পাসওয়ান (৬১) এদিন সকালে তার ক্ষেতে বেড়া বানাতে গিয়েছিলেন। সকাল সাতটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়, যা থেকে বাঁচতে কৃষক একটি নিমগাছের নিচে দাঁড়িয়ে থাকে।পরে হঠাৎ বজ্রপাত হয়। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ওই কৃষক। স্বজনরা আহত কৃষককে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কৃষকের মৃত্যুর বিষয়ে, নায়েব তহসিলদার বিকাশ পান্ডে জানান, তাৎক্ষণিকভাবে ওই কৃষকের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। থানার সভাপতি রাজেন্দ্র সিং জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

You might also like!