Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

2 years ago

A farmer died due to lightning:মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু এক কৃষকের

A farmer died due to lightning
A farmer died due to lightning

 

ফতেহপুর, ২৫ মে : রাজস্থানের ফতেহপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় এক কৃষকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। পাশের ক্ষেতে কাজ করা অন্য কৃষকরা নিহতের পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গেছে, হোসেনগঞ্জ থানা এলাকার সাহাবগঞ্জের কৃষক রামনাথ পাসওয়ান (৬১) এদিন সকালে তার ক্ষেতে বেড়া বানাতে গিয়েছিলেন। সকাল সাতটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়, যা থেকে বাঁচতে কৃষক একটি নিমগাছের নিচে দাঁড়িয়ে থাকে।পরে হঠাৎ বজ্রপাত হয়। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ওই কৃষক। স্বজনরা আহত কৃষককে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কৃষকের মৃত্যুর বিষয়ে, নায়েব তহসিলদার বিকাশ পান্ডে জানান, তাৎক্ষণিকভাবে ওই কৃষকের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। থানার সভাপতি রাজেন্দ্র সিং জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

You might also like!