Country

1 year ago

6 dead in UP accident: গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা মুজফ্ফরনগরে, প্রাণ হারালেন ৬ বন্ধু

6 friends lost their lives in a car and truck collision in Muzaffarnagar
6 friends lost their lives in a car and truck collision in Muzaffarnagar

 

মুজফ্ফরনগর, ১৪ নভেম্বর: উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের ওপর গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। মৃতরা একে-অপরের বন্ধু। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের ওপর রামপুরতিরাহাতে। সার্কেল অফিসার (সদর) বিনয় গৌতম বলেছেন, দিল্লির শহদরার বাসিন্দা ৬ বন্ধ হরিদ্বারের দিকে যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি (পিবি১০ইএস৬৩৭৭) মুজফ্ফরনগর থেকে হরিদ্বার অভিমুখে যাচ্ছিল। ছাপার কাছে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মারে ট্রাকে। খবর পেয়ে পুলিশ এসে ক্রেনের সাহায্যে ট্রাকের নিচ থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে বের করে। ততক্ষণে গাড়িতে থাকা সবাই মারা যায়। পুলিশ পাঁচজনকে শনাক্ত করেছে, তাঁরা হলেন - শিবম, পার্শ্ব, কুনাল, ধীরজ, বিশাল, সকলেই দিল্লির শাহদারার বাসিন্দা। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।

You might also like!