দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ:ডায়াবেটিক রোগীরাও অনেক সময়ে করলা খেতে চান না। চিকিৎসকরা বলছেন, ইচ্ছা না করলেও ডায়াবিটিসের সমস্যায় করলা খাওয়া প্রয়োজন। তবে একটু অন্য ভাবে খাওয়া যেতে পারে। আচার খেতে ভালবাসেন? তা হলে করলা দিয়েই বানিয়ে নিতে পারেন আচার। রইল প্রণালী।
উপকরণ:
করলার টুকরো: ৭-৮টি
ভিনিগার: এক চা চামচ
সর্ষের তেল: পরিমাণ মতো
জিরে: ২ টেবিল চামচ
গরম মশলা: ১ চা চামচ
মেথি: ২ চা চামচ
নুন: স্বাদ মতো
মৌরি: ৪ চা চামচ
বিট নুন: ১ চা চামচ
সর্ষে গুঁড়ো: ২ টেবিল চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
প্রণালী:
করলার টুকরোগুলি প্রথমে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নুন মাখিয়ে রাখুন।
কড়াইয়ে জল গরম করে করলাগুলি সিদ্ধ করে নিন। সেদ্ধ করলাগুলি একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রোদে রেখে দিন ৩-৪ ঘণ্টা।
এ বার একটি কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে, মেথি, সর্ষে ভেজে নিন। এই ভাজা মশলাগুলি গুঁড়িয়ে নিন মিক্সিতে।
এ বার আগে থেকে সেদ্ধ করে রাখা করলাগুলির সঙ্গে বাকি মশলাগুলি মিশিয়ে নিন। অল্প নুন দিন। লেবুর রস, ভিনিগার দিন। সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে ভাল করে মিশিয়ে একটি কাচের বয়ামে ভরে রাখুন।
এক বার বানিয়ে রাখলে ১৫-২০ দিন পর্যন্ত খেতে পারেন। ফ্রিজে রাখতে পারেন। এতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কম থাকবে। তবে ফ্রিজে রাখলে খাওয়ার অন্তত ঘণ্টাখানেক আগে বার করে রাখুন।