Cooking

1 year ago

Durga Puja Spl Chindi Dhoka Recipe : পুজোয় অতিথি আপ্যায়ন হোক পুরানো কলকাতার চিংড়ির ধোকার রেসিপিতে

Chindu Dhoka (Collected)
Chindu Dhoka (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো মানেই দেদার ঘোড়াফেরা, আড্ডা , ঠাকুর দেখা আর সাথে জমজমাট খানাপিনা। পুজোর কটা দিন বাঙালি ঝালে খোলে থাকতেই পছন্দ করে। না না স্বাদের দেশী খাবার থেকে শুরু করে উপমহাদেশীয় না না পদ জায়গা করে নিয়েছে বাঙালি প্ল্যাটারে। তবে বিদেশী খানার ক্রেজ থাকলেও পুজোর আসল ভাইবটা পেতে হলে কিন্তু আটকাতে হবে সাবিকে আর অথেন্টিক পুরোনো কলকাতার সেই নস্টালজিক  রেসিপিতে। এই প্রতিবেদনে আজ তেমনই এক অথেন্টিক ও নস্টালজিক রেসিপি চিংড়ি মাছের ধোকার রেসিপি ভাগ করে নেব পাঠকদের সঙ্গে।  

উপকরনঃ 

চিংড়ি মাছ - ১ কাপ 

ছোলার ডাল - ৩ কাপ 

নারকেল কোরা- ১/২ কাপ 

নারকেলের দুধ- ১ কাপ 

কাজু বাটা- ২ চামচ 

পেঁয়াজ বাটা- ২ টো মাঝারি সাইজের 

আদা রসুন বাটা- আড়াই চামচ 

গোটা গরম মশলা- পরিমাণ মতো 

তেজপাতা-২টি 

শুকনো লঙ্কা- পরিমাণ মতো 

গোটা জিরে- এক চামচ 

হলুদ গুঁড়ো- ১/২ চামচ 

লঙ্কা গুঁড়ো- ১/২ চামচ 

ধনে গুঁড়ো- ১ চামচ 

জিরে গুঁড়ো- ১ চামচ 

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ 

টোম্যাটো পেস্ট- ১টি মাঝারি সাইজের টোম্যাটো 

গরম মশলা- ১/২ চা চামচ 

ঘি- পরিমাণ মতো

তেল- পরিমাণ মতো। 


প্রণালীঃ 

চিংড়ি মাছ পরিষ্কার করে ছাড়িয়ে বেটে রাখুন। এর পরে ছোলার ডাল কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে এক চামচ পেঁয়াজ বাটা এবং অর্ধেক চামচ আদা-রসুন বাটা দিয়ে কষতে থাকুন। এ বার চিংড়ি বাটা, সামান্য নুন এবং নারকেল কোরা একটি বাটিতে নিয়ে একসঙ্গে মেখে ফেলুন। কড়াইতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দিন চিংড়ি বাটার এই মিশ্রণ। ভাল করে নাড়তে থাকুন। কিছুক্ষণ কষানো হয়ে গেলে ডালবাটা দিয়ে ফের ভাল করে মেশাতে থাকুন। সমস্ত উপকরণ মিশে জমাট বেঁধে গেলে একটি থালায় সর্ষের তেল মাখিয়ে তাতে মিশ্রণটি ঢেলে দিন। খুন্তি দিয়ে পুরোটা ছড়িয়ে দিন থালায়। তার পরে বরফির আকারে ধোকা কেটে ফেলুন। কিছুক্ষণ খোলা হাওয়ায় রেখে দিয়ে ধোকা বাদামি করে ভেজে তুলে নিন।


গ্রেভি বানানোর প্রণালী:


একটি পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে তাতে মেশান পেঁয়াজ বাটা। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এ বার দিন আদা-রসুন বাটা। কষাতে থাকুন ভাল করে। এর পরে টোম্যাটো বাটা মিশিয়ে ফের কষাতে থাকুন। একে একে দিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং সামান্য চিনি। সবটা মেশাতে থাকুন ভাল করে। মশলা যাতে পুড়ে না যায়, তার জন্য সামান্য জল মিশিয়ে নিন। মশলা থেকে তেল আলাদা হলে তাতে দিয়ে দিন কাজু বাটা এবং নারকেলের দুধ। এর পরে পরিমাণ মতো জল দিয়ে ভাল করে ফোটান। তেল আলাদা হয়ে গেলে এতে একে একে চিংড়ির ধোকাগুলি দিয়ে দিন। সবশেষে উপরে ছড়িয়ে দিন ঘি এবং গরম মশলার গুঁড়ো ছড়িয়ে, ১০ মিনিট স্ট্যান্ডিংটাইম দিন,এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই মজাদার রেসিপি। 

You might also like!