Breaking News
 
Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক Abhishek Banerjee:চাপড়ার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ! অভিষেকের বড় দাবি— ‘বাংলা বিরোধী বিজেপিকে হারিয়ে মোদীকে দিয়েও বলিয়ে ছাড়ব জয় বাংলা’ Iran protests: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, আত্মীয়কে জড়িয়ে কান্না Maharashtra civic polls: মহারাষ্ট্রে পুরভোটে বিজেপির জয় ১,৪২৫টি আসনে, শিবসেনার ঝুলিতে ৩৯৯ Mamata on Beldanga violence: ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনের প্রতিবাদে উত্তপ্ত বেলডাঙা,শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

 

Cooking

1 year ago

Food Recipe: আদা পাতে পড়বে নানের আকারে! কিভাবে বানাবেন জানেন?

Garlic Butter Naan
Garlic Butter Naan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   আদা খেতে অনেকেই অপছন্দ করেন। বাঙালি খাদ্যরসিক হলেও খাবার নিয়ে রয়েছে খুব খুঁতখুঁতে। অনেক সময় খাবার কি হবে এই নিয়ে নানা চিন্তায় পড়ে যান মা কাকিমারা। তবে এবার আর চিন্তা নয়, বাঙালির পাতে থাকবে অভিনব রেসিপি  'গার্লিক বাটার নান'।

উপকরণ - ২  কাপ সাধারণ ময়দা, ১ চা চামচ ড্রাই ইস্ট,  ১ কাপ দুধ, ১/৪ চা চামচ বেকিং পাউডার, নুন সামান্য, চিনি সামান্য, রসুন কুচো করা,  ৪ চামচ মাখন

প্রণালী - প্রথমে  গরম করে তাতে ইস্ট আর সামান্য চিনি দিয়ে দিন, নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখুন অন্তত আধ ঘন্টার জন্য। একটি বড়ো পাত্রে ময়দা বেকিং পাউডার, নুন, চিনি শুকনো ভাবে ভালো করে মিশিয়ে নিন।এখন ওই মিশ্রণ এর সাথে মাখন কে গলিয়ে ঢেলে দিন, আর রসুন কুচোগুলোকেও দিয়েদিন। মেশানো দুধ টাকে অল্প অল্প করে ময়দার সাথে মিশিয়ে দিয়ে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিন। প্রয়োজন হোলে একটু গরম জল ব্যবহার করতে পারেন। নান গুলো নরম তুলতুলে করতে গেলে ডো টা যেনো খুব নরম হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ডো তৈরী হয়ে গেলে ওপরে একটু মাখনের প্রলেপ দিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিন।ডো টা বেশ খানিকটা ফুলে উঠলে রুটির থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিন। গ্যাসে মাঝারি আঁচে তাওয়া গরম করতে দিয়ে একটা লেচি কে একটু লম্বা বা গোল যেকোনো আকারে বেলে নিন। রুটির ওপরে জলের প্রলেপ দিয়ে, জল মাখানো দিকটা তাওয়া তে দিন, যাতে রুটি টা তাওয়া তে আটকে থাকে। রুটি ফুলতে শুরু করলে তাওয়া টাকে উল্টে গ্যাসের উপরে ধরুন।ধীরে ধীর রুটির উপর দিকটাও বাদামি রঙ ধরবে, ভালো কোরে সেঁকে নিয়ে উপরের দিকে সামান্য বাটার মাখিয়ে রেখে দিন।  তৈরি বাটার গার্লিক নান। যেকোনো কষা মাংস বা আলুর দমের সাথে পরিবেশন করুন


You might also like!