Cooking

1 day ago

Food Recipe: আদা পাতে পড়বে নানের আকারে! কিভাবে বানাবেন জানেন?

Garlic Butter Naan
Garlic Butter Naan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   আদা খেতে অনেকেই অপছন্দ করেন। বাঙালি খাদ্যরসিক হলেও খাবার নিয়ে রয়েছে খুব খুঁতখুঁতে। অনেক সময় খাবার কি হবে এই নিয়ে নানা চিন্তায় পড়ে যান মা কাকিমারা। তবে এবার আর চিন্তা নয়, বাঙালির পাতে থাকবে অভিনব রেসিপি  'গার্লিক বাটার নান'।

উপকরণ - ২  কাপ সাধারণ ময়দা, ১ চা চামচ ড্রাই ইস্ট,  ১ কাপ দুধ, ১/৪ চা চামচ বেকিং পাউডার, নুন সামান্য, চিনি সামান্য, রসুন কুচো করা,  ৪ চামচ মাখন

প্রণালী - প্রথমে  গরম করে তাতে ইস্ট আর সামান্য চিনি দিয়ে দিন, নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখুন অন্তত আধ ঘন্টার জন্য। একটি বড়ো পাত্রে ময়দা বেকিং পাউডার, নুন, চিনি শুকনো ভাবে ভালো করে মিশিয়ে নিন।এখন ওই মিশ্রণ এর সাথে মাখন কে গলিয়ে ঢেলে দিন, আর রসুন কুচোগুলোকেও দিয়েদিন। মেশানো দুধ টাকে অল্প অল্প করে ময়দার সাথে মিশিয়ে দিয়ে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিন। প্রয়োজন হোলে একটু গরম জল ব্যবহার করতে পারেন। নান গুলো নরম তুলতুলে করতে গেলে ডো টা যেনো খুব নরম হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ডো তৈরী হয়ে গেলে ওপরে একটু মাখনের প্রলেপ দিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে ৩০ মিনিট রেখে দিন।ডো টা বেশ খানিকটা ফুলে উঠলে রুটির থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিন। গ্যাসে মাঝারি আঁচে তাওয়া গরম করতে দিয়ে একটা লেচি কে একটু লম্বা বা গোল যেকোনো আকারে বেলে নিন। রুটির ওপরে জলের প্রলেপ দিয়ে, জল মাখানো দিকটা তাওয়া তে দিন, যাতে রুটি টা তাওয়া তে আটকে থাকে। রুটি ফুলতে শুরু করলে তাওয়া টাকে উল্টে গ্যাসের উপরে ধরুন।ধীরে ধীর রুটির উপর দিকটাও বাদামি রঙ ধরবে, ভালো কোরে সেঁকে নিয়ে উপরের দিকে সামান্য বাটার মাখিয়ে রেখে দিন।  তৈরি বাটার গার্লিক নান। যেকোনো কষা মাংস বা আলুর দমের সাথে পরিবেশন করুন


You might also like!