Business

1 year ago

NDTV : এনডিটিভির পরিচালন গোষ্ঠী থেকে ইস্তফা দিলেন প্রনয় রায়, ইস্তফা দিলেন রাধিকা ও

NDTV
NDTV

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবারই আরআরপিআরএইচ নিজেদের ৯৯.৫% শতাংশ শেয়ার আদানি গ্রুপ অধিকৃত একটি সংস্থার নামে করে দিয়েছিল।  আরআরপিআরএইচ তাদের শেয়ার বিক্রি করে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সংবাদমাধ্যম এনডিটিভি একটি বিবৃতি দিয়ে প্রণয় এবং রাধিকার ইস্তফার কথা জানায় স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে তারা এ-ও জানিয়েছে, ওই পরিচালন গোষ্ঠীর বোর্ডে একই দিনে যোগ দিয়েছেন তিন নতুন অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ। 

এনডিটিভির চেয়ারপার্সন প্রণয় এবং নির্বাহী পরিচালক রাধিকা ছিলেন ওই পরিচালন সংস্থারও দুই অধিকর্তা। প্রসঙ্গত, গত আগস্টেই এনডিটিভি ২৯.১৮%অংশীদারি পরোক্ষ ভাবে কেনার কথা ঘোষণা করেছিল আদানি গোষ্ঠীর সংস্থা। বাজার থেকে আরও ২৬% শেয়ার হাতে নিতে ৪৯৩ কোটি টাকার খোলা প্রস্তাবও দিয়েছিল তারা,এরফলে এনডিটিভি-র ৫৫% বেশির অংশীদার হবে আদানি। সংস্থাটির বৃহত্তম শেয়ারহোল্ডারে পরিণত হবে তারা। কিন্তু এনডিটিভি-র অভিযোগ ছিল, সংস্থা কিংবা তার প্রতিষ্ঠাতা-প্রোমোটার রাধিকা এবং প্রণয় রায়ের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই অংশীদারি কেনা হয়েছে।   

আদানি গোষ্ঠীর বিশ্বপ্রধান কমার্শিয়াল জানিয়েছিল, আরআরপিআর-কে তারা যে ‘ওয়ার‌্যান্ট’-এর ভিত্তিতে ঋণ দিয়েছিল তা কার্যকর করেই সংস্থাটির ৯৯.৫% শেয়ারের মালিক হয়েছে আদানি গোষ্ঠী। 

উল্লেখ্য, ‘ওয়ার‌্যান্ট’ হল এক ধরনের আর্থিক লেনদেনের চুক্তিপত্র। একটি সংস্থা অন্য সংস্থাকে ঋণ দিলে অনেক সময় দু’পক্ষের মধ্যে এই মর্মে চুক্তি হয়— ঋণগ্রহীতা টাকা শোধ করতে না পারলে সেখানে তার সমান মূল্যের শেয়ারের মালিকানা হাতে নেওয়ার অধিকার জন্মাবে ঋণদাতাটির। এনডিটিভি-কে ঝুলিতে পুরতে আরআরপিআর-এ এটাই করেছে আদানিরা। এই নিয়মেই এনডিটিভির পরিচালন সংস্থা আরআরপিআরএইচও আদানি অধিকৃত সংস্থার অধীন হওয়ায় এনডিটিভি এবং তার পরিচালন সংস্থা— দুই-ই চলে এল আদানি গোষ্ঠীর অধীনে। 

You might also like!