Breaking News

 

kolkata

1 week ago

Ramnavami: ২০০র বেশি লোক থাকবে না,রামনবমীর নিরাপত্তায় বিশেষ নজর কমিশনের

Ramnavami
Ramnavami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামনবমীর মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার ৫০ টার বেশি মিছিল আছে শহরে। প্রশাসন সূত্রে খবর, বড় মিছিল ৩ থেকে ৪ টি রয়েছে।  তবে মিছিলে ২০০ জনের বেশি থাকবে না, সেটা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে।  কাশীপুর, হেস্টিংস ও এন্টালি থেকে বড় মিছিল থাকবে। মিছিলে ডিজে ও অস্ত্রের অনুমতি নেই। একটি মিছিলে পর্যাপ্ত পুলিশ বাহিনী থাকবে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার রাস্তায় থাকবে। যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার নজরদারি চালাবে। রাস্তায় থাকবে সিসি ক্যামেরা। তবে তার সঙ্গে বাড়তি নজরদারির জন্য পুলিশের নিজস্ব ক্যামেরা থাকবে।

কমিশন সূত্র জানাচ্ছে, সেই এলাকাগুলিতে নিরাপত্তা আঁটোসাটো করতে অন্য এলাকা থেকে বাহিনী মোতায়েনের পাশাপাশি আলাদা বাহিনী প্রস্তুত রাখা হচ্ছে জরুরি পরিস্থিতি সামলাতে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব মঙ্গলবার বলেন, ‘‘রামনবমী নিয়ে নিরাপত্তার ব্যবস্থা থাকছে।’’

অতীতে রামনবমীর দিন গোলমাল হয়েছিল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার একাংশে। ফলে নৈহাটি, শ্রীরামপুর, উলুবেডি়য়া, আসানসোল, খড়গপুর, দমদম, ব্যারাকপুর, বারাসত, বসিরহাটকে নজরে রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি হয়েছে। প্রতিটি জেলাতেই এখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

প্রথম দফার ভোটে কোচবিহারের নিরাপত্তা আঁটোসাটো করতে বাকি দু’টি আসনের তুলনায় সেখানে বেশি সংখ্যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশন সূত্রের খবর, কোচবিহারের মধ্যে দিনহাটা এলাকাটিকে বাড়তি সংবেদনশীল ধরে প্রস্তুতি নিচ্ছে কমিশন। গত বিধানসভা ভোটে কোচবিহারের শীতলখুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়।

মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশকে সরিয়ে সেখানে ২০০৭ ব্যাচের আইপিএস সৈয়দ ওয়াকার রাজাকে বেছে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে মুকেশকে পাঠাতে হচ্ছে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন দায়িত্বে। পাশাপাশি, কলকাতার বদলে জেলায় থেকেই ভোটে নজরদারি করতে চাইছেন রাজ্যে নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক। দু-একদিনের মধ্যেই কোচবিহারে পৌঁছে যাওয়ার কথা তাঁর। সেই ভোট মিটলেই দ্বিতীয় দফার ভোটের নজরদারিতে কাজ শুরু করবেন তিনি। প্রসঙ্গত, ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে।


You might also like!