Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Business

1 year ago

Milk Price hike by Amul: দেশজুড়ে দুধের দাম বাড়ালো আমূল, কার্যকর সোমবার থেকেই

Milk prices across the country have been drastically increased
Milk prices across the country have been drastically increased

 

আনন্দ, ৩ জুন: দেশজুড়ে দাম বাড়লো দুধের। আমূলের তরফে দুধের দাম লিটার প্রতি দু' টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকেই দেশজুড়ে কার্যকর দুধের নতুন দাম।

গুজরাট কো–অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দেশজুড়ে দুধের দাম লিটার প্রতি দু' টাকা করে বাড়ানো হচ্ছে। সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে। আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল- সমস্ত দুধেরই দাম লিটার প্রতি দু' টাকা করে বাড়ছে এদিন থেকে।

দুধ উৎপাদন সমবায়ের তরফে জানানো হয়েছে, ৩-৪ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। দুধ উৎপাদন ও বন্টনের খরচের উপরে ভিত্তি করেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ ২ টাকা করে দুধের দাম বাড়ানো হয়েছিল।


You might also like!