Business

1 year ago

Gold ATM : এবার আর টাকা না এটিএমে ক্লিক করলে মিলবে সোনা! দেশে চালু হল প্রথম গোল্ড এটিএম, জেনে নিন এর ব্যবহার

Gold Atm In India
Gold Atm In India

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতি দিন এমাদের দেশ এগিয়ে চলেছে সেই অগ্রগতিতে আরো গতি সংযোগ করতে চলেছে গোল্ড এটিএম।  

দেশে প্রথমবারের জন্য খোলা হল গোল্ড এটিএম। এই এটিএম থেকে কার্ড ব্যবহার করে সোনা কিনতে পারেন সাধারণ মানুষ। অর্থাৎ, এখন আর সোনা কেনার জন্য কোনও দোকানে যাওয়ার প্রয়োজন নেই। সরাসরি গোল্ড এটিএম থেকেই সোনা কিনতে পারবেন সাধারণ মানুষ। 

হায়দরাবাদভিত্তিক কোম্পানি গোল্ডসিক্কা প্রাইভেট লিমিটেড ওপেনকিউব টেকনোলজিস হায়দরাবাদে এই সোনার এটিএম ইনস্টল করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এটি সাধারণ এটিএম -এর মতোই কাজ করবে। সাধারণ ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেই কোনও ব্যক্তি এই সোনা কিনতে পারবেন।  

গোল্ডসিক্কা কোম্পানিটি মূলত, সোনা কেনা-বেচা করে। সংস্থার সিইও সি.তরুজ জানিয়েছেন, এই এটিএম থেকে ০.৫ গ্রাম থেকে শুরু করে ১০০গ্রাম পর্যন্ত সোনার কয়েন তুলতে বা কিনতে পারবেন। এক্ষেত্রে ওইদিন সোনার দাম কত থাকছে, তার উপরেই হবে সোনার দাম। সোনার রেট এটিএম মেশিনেই লাইভ দেখানো হবে।আগামী ২ বছরে ভারত জুড়ে প্রায় ৩০০০ গোল্ড এটিএম খোলার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।  

প্রসঙ্গত, এর কয়েকদিন আগে হরিয়ানার গুরগাঁওতে একটি গ্রিন এটিএম ইনস্টল করা হয়েছিল। এই এটিএমের মাধ্যমে সাধারণ মানুষ খাদ্যশস্যের রেশন নিতে পারতেন। আগামী দিনে হয়ত আরো না না ক্ষেত্রে আরো ভাল পরিসেবার কারনে আরো না না এটিএম শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। 


You might also like!