Brain Teaser

1 year ago

The Story Of Umbrella: বৃষ্টির মরশুমে রইল ছাতার 'গল্পকথা'

Umbrella's 'story' in the rainy season (Symbolic Picture)
Umbrella's 'story' in the rainy season (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রীষ্ম হোক বা বর্ষা আমাদের কাছে এই দুই মরশুমের দস্তুর ভরসা কিন্তু একজনই। বুঝতেই পারছেন কার কথা বলছি, আরে আপনার প্রিয় ছাতা। যাকে ছাড়া বর্ষার মরশুমে আপনি অচল। তবে এই বস্তুটিকে যদি আপনি মানুষ হিসেবে কল্পনা করেন তাহলে মন্দ হয় না। তবে তাঁর আগে এই ছাতার অতীত সম্পর্কে আপনাদের জানতে হবে। সেই ছাতার অতীত নিয়েই আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমরা। 


ব্রিটিশরা আমাদের দেশ থেকে নিয়ে গেছেন কোহিনূর হীরে, বদলে রেখে গিয়েছেন অনেক কিছু, যেমন তাঁদের প্রিয় 'আমব্রেলা' অর্থাৎ ছাতা। 

এর পুরা কথা সম্পর্কে আপনাদের বলতে গেলে ফিরে যেতে হবে সেই সময়, সেই সময় যখন বাঙালি জমিদারেদের দেখা যেত। যাদের সাজসজ্জার মধ্যে অন্যতম আকর্ষণে বিষয় ছিল তাঁদের তেলে মাখা পাট করে আঁচড়ানো চুল, ধুতি, পাঞ্জাবি আর সঙ্গে অবশ্যই তাঁর সাধের ছাতা যেটিতে মুলত একটি বাঁকানো হাতল ছিল। 

এটি মরশুমের এমন একটি জিনিস যেটি অনেকটা ব্যাঙের ছাতার মতন দেখতে। কথিত আছে বর্ধমানের রাজ দরবারে আসতেন এক বিশেষ তবলাবাদক মহেন্দ্র দত্ত। যিনিই ভারতে ছাতা নিয়ে আসেন। শোনা যায় যে সিংহাসন শোভিত একটি ছাতার মেরামতের প্রয়োজন ছিল, কিন্তু দরবারের সম্ভ্রান্ত ব্যক্তিরা এটি ঠিক করার জন্য ইংল্যান্ডে পাঠাতে অনিচ্ছুক ছিলেন। মহেন্দ্র দত্ত তারপর এটি মেরামতের কাজটি নিজের উপর নিয়েছিলেন -  এবং সফল হন। তারপরে, ১৮৮২ সালে, তিনি একটি ছোট ছাতা ওয়ার্কশপের ধারণা নিয়ে আসেন। ১৯০৯ সালে, ২৫ বছরেরও বেশি সময় পরে তিনি  আসামের ধুবড়িতে একটি মেলায় তার এই অভিনব সৃষ্টি প্রদর্শন করেছিলেন। 

পরবর্তী বছরগুলিতে, তিনি ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের কাছ থেকে একটি মর্যাদাপূর্ণ স্বর্ণপদক লাভ করেন এবং শীঘ্রই দেশীয়ভাবে ছাতা তৈরি ও বিপণন শুরু করেন। অল্প সময়ের মধ্যে, মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স (MDS) একটি আইকনিক গৃহস্থালী ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়, বিশেষ করে বাংলায়।


১৯৫৫ সালের জনপ্রিয় চলচ্চিত্র শ্রী 420। যেখানে এটি রাজ কাপুর এবং নার্গিসের একটি স্মরণীয় ছবি। যেটিতে দেখা যায়, একটি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে রোমান্স করছেন এই দুই তারকা। এবং এখানেও ছাতা হল একটি প্রতীকী প্রপ। এবং এখানে তুলে ধরা হয় ছাতা হল এমনই এক বস্তু যেটি উচ্চবিত্ত রাজা ও সাধারন শ্রেণীর মানুষ সমান সমানভাবে তাঁদের প্রয়োজনে ব্যবহার করে থাকে। অর্থাৎ এই দুই শ্রেণীর মধ্যে এক সামঞ্জস্য তৈরি করেছে ছাতা। 

সম্ভবত কাপুর হয়তো ১৯৫২ সালের সিঙ্গিং ইন দ্য রেইন ফিল্ম থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, যেখানে লম্বা কালো ছাতাটি এক ধরণের চরিত্রে পরিণত হয়। মনে পরে জিন কেলির সেই স্মরণীয় সংখ্যা  ‘Come on with the rain/ I’ve a smile on my face/ I’ll walk down the lane/ With a happy refrain/ Just singin’ in the rain’.

পুরানো ছাতার রূপান্তর হয়েছে। বর্ষাকাল এলেই তারা পপি ফুলের মত ফুটে ওঠে। প্রকৃতির সাথে মিশে এরা যেন সৌন্দর্যের এক নবজাল তৈরি করে।    



You might also like!