Brain Teaser

11 months ago

Living Fossil: লাল নয়, বরং রক্তের রং নীল! কোন প্রাণীর জানেন?

Living Fossil
Living Fossil

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মানুষ হোক বা পশুপাখি, সব প্রাণীরই রক্তের রং টকটকে লাল, একথা সকলেই জানেন। হাত, পা বা শরীরের যেকোনো অংশ কাটতেই তার প্রমাণ মেলে। তবে আমাদের বিশ্ব-এ এমন এক প্রাণী আছে ,যার গোটা শরীরে বইছে ঘন নীল রক্ত। শুনতে অবাক লাগলেও, এমনই এক প্রাণীর সন্ধান দেবো এই প্রতিবেদনে।

আসলে এই প্রাণী হল এক ধরণের কাঁকড়া। আমেরিকার সমুদ্রে দেখা যায় এই বিশেষ কাঁকড়া, যার নাম হর্সসু ক্র‍্যাব।এই কাঁকড়াকে দেখতে অনেকটা ঘোড়ার মতো। এই 'ঘোড়া কাঁকড়ার' রক্তের রং হয় হালকা নীল । বিশেষত, রক্তের রং লাল হওয়ার জন‍্য দায়ী হিমোগ্লোবিন। আয়রণ সমৃদ্ধ হিমোগ্লোবিনের জন‍্যই লাল হয় রক্তের রং। কিন্ত এই বিশেষ কাঁকড়ার রক্তে কপার-ভিত্তিক হিমোসায়ানিন পাওয়া যায়। যে কারণে এই কাঁকড়ার রক্তের রং নীল হয়।

You might also like!