দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর ট্র্যাফিক জ্যামে আটকা পড়ে নয়। আকাশ দিয়ে উড়বে পথের গাড়ি। পৃথিবীতে প্রথম এই গাড়ি চালু হতে চলেছে আমেরিকায়। হেঁয়ালি নয়। স্বপ্ন বা সিনেমায় দেখা উড়ন্ত গাড়ির বাস্তবায়নও এবার সম্পন্ন হলো। ২০২২ সালের অক্টোবরেই এমন গাড়ি জনসমক্ষে আনা হয়েছিল। কিন্তু আকাশে ওড়ার অনুমতি মিলছিল না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এবার সেই অনুমতি দিয়ে দিল ক্যালিফোর্নিয়ার সংস্থা আলেফ অ্যারোনটিক্সকে।
সংস্থার তরফে দাবি করা হয়েছে, আলেফ মডেল এ গাড়িটি ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং ভেহিকল, যাকে সংক্ষেপে বলা হয় EVTOL গাড়ি। আকাশে ওড়ানোর আইনি বাধা কাটায় রীতিমতো উৎফুল্ল সংস্থাটি।
গাড়িটি রাস্তায় চলার সময়ই প্রয়োজনে কিছুটা পথ ওড়াতেও পারবেন চালক। উল্লম্বভাবেই উপরে উঠে যাবে গাড়িটি। গাড়িটিতে এক বা দুজন চড়তে পারবেন। একবার পুরো চার্জ দিলে সেটি ২০০ মাইল বা ৩২২ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। উড়তে পারবে ১১০ মাইল বা ১৭৭ কিলোমিটার পথ। সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিশ্বের প্রথম ফ্লাইং কার-এর প্রি-অর্ডার বুকিং করা যাবে। এটাই বিশ্বের এই মুহূর্তের এক বিস্ময়। মডেল এ ফ্লাইং কারের মূল্য শুরু হচ্ছে ৩ লক্ষ মার্কিন ডলার বা ২.৪৬ কোটি টাকা থেকে। ইলেকট্রিক মডেলের প্রি অর্ডার করা যাবে ১৫০ মার্কিন ডলার বা ১২৩০৮ টাকা খরচ করেই। রয়েছে প্রায়োরিটি বুকিংয়ের বন্দোবস্ত। সমস্ত দিক খতিয়ে দেখেই এই উড়ন্ত কারের অনুমোদন দিলো সরকার।