আপনার জন্য ভাবনার খোরাক। দেখুন তো এই ধাঁধাগুলির ক’টির সঠিক উত্তর আপনি দিতে পারেন। উত্তর দেখে নিন, একেবারে শেষে।
১। ভালো করে দেখে বলুন তো বাসটি কোন দিকে যাচ্ছে? অল্প সময়েই উত্তর টের পাওয়া উচিত।
২। একটু খুঁঠিয়ে দেখলেই সহজেই উত্তর খুঁজে পাবেন এই প্রশ্নের। বেশি ক্ষণ লাগার কথা নয়।
৩। রং দেখেই সঠিক উত্তর বোঝা উচিত। ভালো করে খুঁটিয়ে দেখুন।
৪। আশপাশের সংখ্যাগুলি দেখে বলুন, গাড়িটি যে ঘরে দাঁড়িয়ে আছে, তার তলায় কোন সংখ্যা রয়েছে?
ধাঁধার উত্তর
১ নম্বর ধাঁধার উত্তর: বাসটি ডানদিকে যাচ্ছে। কারণ এই ছবি বাসের দরজা দেখা যাচ্ছে না। অর্থাৎ সেটি উলটো দিকে রয়েছে। ভারতে বাসের দরজা সাধারণত বাঁদিকে থাকে। অর্থাৎ ছবির ডানদিকটি বাসটির সামনে দিক। তবে অন্য কোনও দেশের বাস হলে উত্তর জানা নেই।
২ নম্বর ধাঁধার উত্তর: হঠাৎ করে দেখে কি মনে হচ্ছে? ৬ নম্বর গ্লাসটি আগে ভরবে? মোটেই না। অনেকগুলি পাইপেরই মুখ বন্ধ। সেগুলি লক্ষ্য করেছেন কি? সবচেয়ে আগে ভরবে ৫ নম্বর গ্লাসটি।
৩ নম্বর ধাঁধার উত্তর: সঠিক উত্তর হল C। পিরামিড তলার চারটি বাহুর রং দেখুন। তাহলেই বুঝতে পারবেন, সঠিক উত্তর কোনটি।
৪ নম্বর ধাঁধার উত্তর: আপনি আসলে সংখ্যাগুলি যেভাবে দেখছেন, সেটি উলটো। ফোনটিকে ঘুরিয়ে দেখুন। তাহলেই বুঝতে পারবেন, ইংরেজিতে ক্রমিক সংখ্যায় লেখা ঘরগুলি। 86, …, 88, 89, 90, 91। এবার বুঝতে পারছেন তো, গাড়িটি কোন ঘরে দাঁড়িয়ে? হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন, সঠিক উত্তর 87।