West Bengal

1 year ago

Water Supply: ২ ডিসেম্বর জয় হিন্দ প্রকল্প থেকে বন্ধ থাকবে জল সরবরাহ, স্বাভাবিক হবে ঠিক পরের দিন

Water supply from Jai Hind project will be stopped on December 2, it will be normal the next day
Water supply from Jai Hind project will be stopped on December 2, it will be normal the next day

 

কলকাতা, ২৮ নভেম্বর  : আগামী ২ ডিসেম্বর ধাপা জয় হিন্দ প্রকল্প থেকে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। জানা গিয়েছে, কিছু ভালভের সংস্কার এবং রুটিন মেরামতির জন্যই এই সিদ্ধান্ত। ওই দিন সকাল ১০টা পর্যন্ত মিলবে পানীয় জল পরিষেবা। তারপর থেকে তা বন্ধ থাকবে, জানিয়েছে কলকাতা পৌর নিগম। এরপর আগামী দিন অর্থাৎ ৩ ডিসেম্বর সকাল থেকে ফের স্বাভাবিক নিয়মে মিলবে পানীয় জল। এর জেরে শহরের ১৮টি ওয়ার্ড পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত থাকবে।

যার মধ্যে রয়েছে- পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরুপোতা, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক। এছাড়া বরো ৭, ১০, ১১ ও ১২-এর আংশিক অঞ্চলের জল পরিষেবাও বিঘ্নিত হবে। যার ফলে পূর্ব এবং দক্ষিণ পূর্ব কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ২ ডিসেম্বর বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। তবে পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার জলের গাড়ি ওই সমস্ত অঞ্চলে থাকবে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত অঞ্চলে জলের গাড়িগুলি রাখা হবে বলে জানা গিয়েছে। প্রয়োজনীয় খাবারের জল চাইলে সেখান থেকেই তা নিতে পারবেন নাগরিকরা।

You might also like!