West Bengal

1 year ago

Kunal Ghosh: পঞ্চায়েত ভোটে তৃণমূলের নজরে মহিলা ভোটব্যাংক, কাঁথির চা চক্রে ইঙ্গিত কুণালের

Trinamool eyes women vote bank in panchayat polls
Trinamool eyes women vote bank in panchayat polls

 

কাঁথি, ২৭ নভেম্বর : পঞ্চায়েত ভোটে তৃণমূলের নজরে মহিলা ভোটব্যাংক। বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ির মহিলা ভোট ঘাসফুল শিবিরে আনার টোটকা দিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার সকালে কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাসভবন থেকে কয়েক মিটার দূরে চা চক্রে আয়োজন করেন এই রাজনীতিবিদ। স্থানীয় নেতা-নেত্রীদের নিয়ে সারলেন রণকৌশল তৈরির প্রস্তুতি।

শনিবার রাতে রামনগরে সভা সেরে কাঁথি ফিরে আসেন কুণাল। সন্ধেবেলা ফুচকা খেয়ে, হেঁটে এলাকা ঘুরে জনসংযোগ সারেন তিনি। রবিবার ভোর হতেই জনসংযোগের উদ্দেশে ফের বেরিয়ে পড়েন তিনি। ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে ক্যানেলপাড়ে চা চক্র বসান তিনি। কুণাল ঘোষের কথায়, “এটা কোনও জনসভা নয়। ঘরোয়া আলাপ আলোচনা। স্থানীয়দের সঙ্গে জনসংযোগ।” আগামী নির্বাচনে তৃণমূলের ফলাফল আরও ভাল করতে, সংগঠন মজবুত করতেও এই জনসংযোগের টোটকাই দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর কথায়, বড় বড় সভা নয়, সংবাদমাধ্যমে প্রচার নয়। জোর দিতে হবে জনসংযোগে। তৃণমূলের টার্গেট যে মহিলা ভোট, তাও এদিন ফের একবার স্পষ্ট করে দেন তিনি। বলেন, যে সকল মহিলারা তৃণমূলকে ভোট দেয়নি বলে মনে করছেন তাঁদের উপর রাগ অভিমান নয়। বরং তাঁদের বাড়ি-বাড়ি ছোট ছোট টিম করে যান। তাঁদের বোঝান। এই কর্মসূচিতে মহিলাদের অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দেন।

You might also like!