হাওড়া , ২৬ মে : হাওড়া থেকে কলকাতার দিকে আসার পথে ব্রাবর্ণ রোডে সোমবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি অ্যাপ-ক্যাব অতিরিক্ত গতিতে বাইকটিকে ধাক্কা মারে, ফলে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ক্যাবটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে, যার ফলে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভিতরে থাকা দুই যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে যোগাযোগ করে চালকের পরিচয় জানার চেষ্টা চলছে।
এই ঘটনাটি শহরের রাস্তায় অতিরিক্ত গতির গাড়ি চলাচল এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ফলে সৃষ্ট বিপদের আরেকটি উদাহরণ। পুলিশ সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এদিকে, এর আগে ২৪ মার্চ ২০২৫ তারিখে কলকাতার মা ফ্লাইওভারে একটি অ্যাপ-ভিত্তিক বাইক দুর্ঘটনায় চালক ও যাত্রী গুরুতর আহত হন। বাইকটি অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ফলে যাত্রী আরিতা ভারতীর হেলমেট উড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন । এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে।