West Bengal

6 hours ago

Tiger captured in Kultali: ধরা পড়ল কুলতলির বাঘ, স্বস্তি পেলেন মৈপী‌ঠ-বৈকুণ্ঠপুরের বাসিন্দারা

Tiger captured in Kultali
Tiger captured in Kultali

 

কুলতলি, ১১ ফেব্রুয়ারি : আতঙ্কের অবসান, অবশেষে ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাঘ। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ বাঘটিকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। বাঘটিকে ধরার জন্য টোপ হিসাবে রাখা হয় ছাগল। সেই ছাগলের টোপেই ভোররাত ৩.৩২ মিনিটে ধরা পড়ে বাঘটি।

সোমবার এই বাঘটিকে ধরতে গিয়ে জখম হন এক বনকর্মী। তাঁর ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে পালিয়ে যায় কুলতলির বাঘ। বাঘটিকে ধরার জন্য কুলতলির একটি সব্জি ক্ষেতে দু’টি খাঁচা পাতেন বনকর্মীরা। একইসঙ্গে আতঙ্ক বিরাজ করছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অবশেষে মঙ্গলবার ভোরের সাফল্যের পর বন দফতরের ডিএফও নিশা গোস্বামী জানান, সাড়ে তিনটে নাগাদ বাঘটিকে ধরা হয়েছে। এখন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর পরে চিকিৎসকদের পরামর্শ এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

You might also like!