West Bengal

1 month ago

Sikkim: তুষারপাত পূর্ব সিকিমে, বরফের চাদরে ঢাকল ছাংগু

Snow falls in East Sikkim, snow blankets Changgu
Snow falls in East Sikkim, snow blankets Changgu

 

শিলিগুড়ি  : তুষারপাত পূর্ব সিকিমের ছাংগুতে ।  লেক সংলগ্ন এলাকায় তুষারপাত হয়েছে। যার জেরে বরফে ঢেকে গিয়েছিল ছাংগু। এদিন ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় খুশি পর্যটকরাও।

এদিকে পর্যটকদের জন্য ভালো খবর শুনিয়েছে সিকিম সরকারও। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকে উত্তর সিকিম পর্যটনের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক পরিবহন দফতর সূত্রে খবর, নাগা হয়ে বিকল্প সড়ক দিয়ে লাচেন এবং লাচুং যাওয়ার অনুমতি দেওয়া হবে।


You might also like!