West Bengal

1 year ago

Ration Dealer: চলতি সপ্তাহে চার দিন রাজ্যের সমস্ত রেশন দোকান বন্ধ থাকবে ,কারণ কী

Ration Dealer
Ration Dealer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চলতি সপ্তাহে চার দিন রাজ্যের সমস্ত রেশন দোকান বন্ধ থাকবে। সম্প্রতি খাদ্য দফতরে চিঠি লিখে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। কেন্দ্রীয় সরকারের রেশন সংক্রান্ত নীতির বিরুদ্ধে দিল্লিতে একটি প্রতিবাদ কর্মসূচি রয়েছে। রেশন ডিলাররা ওই কর্মসূচিতে অংশ নিতে রাজধানী যাচ্ছেন। সে কারণে ২০ মার্চ অর্থাৎ আজ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রেশন দোকান।

এমনিতে সোমবার রেশন দোকান বন্ধ থাকে। ২২ মার্চ সংসদ ভবনের সামনে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি রয়েছে। তাই আজ থেকেই ডিলাররা দিল্লি রওনা দিতে শুরু করবেন। সে কারণে সোমাবার ছাড়াও মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত রেশন দোকানগুলি বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে আবার রেশন দোকানগুলি খুলবে বলে ডিলার সংগঠনটি চিঠিতে জানিয়েছে। খাদ্য দফতরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকে চিঠি দিয়ে তাদের এই কর্মসূচির কথা জানিয়েছে রেশন ডিলার সংগঠনটি।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন জানিয়েছে, রাজ্য থেকে প্রায় ১৭ হাজার রেশ ডিলার এই কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাবেন। যাঁরা যেতে পারবেন না তাঁদের ওই চারদিন দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, তাঁদের এই আন্দোলন মূলত গ্রাহকদের জন্যই। তিনি বলেন,'গ্রাহকরা যাতে সুষ্ঠু পরিষেবা পান সেই জন্যেই আমাদের এই আন্দোলন। তাই আমরা তাঁদের সহযোগিতা চাই।' সপ্তাহের প্রথমের রেশন দোকান বন্ধ থাকায় কিছুটা অসুবিধার মধ্যে পড়বেন গ্রাহকরা।

You might also like!