West Bengal

1 year ago

Canning : পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

Protests blocked roads demanding drinking water
Protests blocked roads demanding drinking water

 

ক্যানিং, ২৯ জানুয়ারি : গরম পড়তে না পড়তেই ভূগর্ভস্থ জলের স্তর ইতিমধ্যেই নামতে শুরু করেছে। ক্যানিং ১ ব্লকের বিভিন্ন প্রান্তের গভীর নলকূপগুলি ইতিমধ্যেই অকেজো হয়ে পড়েছে। জল সমস্যায় ভুগতে শুরু করেছেন এলাকার বিস্তীর্ণ অংশের মানুষজন। নলবাহিত পানীয় জলও ঠিকমতো বিভিন্ন প্রান্তে পৌঁছচ্ছে না, আর সেই কারনে রবিবার সকালে পানীয় জলের দাবিতে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার কাছারি বাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ।

এলাকার বাসিন্দা মনিরুল সর্দার, নবিরুল সর্দাররা বলেন, “ দীর্ঘদিন ধরেই এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এলাকার মানুষের সমস্যার কথা মাথায় রেখে নলবাহিত জলের ব্যবস্থা করা হলেও গ্রামের এই শেষদিকের মানুষরা কোনভাবেই জল পান না। দূর দূরান্ত থেকে পানীয় জল বয়ে আনতে হয়। এখন চারিদিকে জলস্তর কমাতে সেখান থেকেও জল আনতে সমস্যা হচ্ছে”। স্থানীয়দের দাবি, যখন নলবাহিত জল চালু হয়েছিল, তখন কিছুদিন জল পাওয়া গিয়েছিল। কিন্তু যত দিন গিয়েছে ততই জল বন্ধ হয়ে গেছে। এলাকার কিছু কিছু মানুষ টিউবওয়েল বসিয়ে নিজেদের সমস্যার সমাধান করেছিলেন, কিন্তু বিগত কিছুদিন ধরে সেই টিউবওয়েলগুলিও অকেজো হয়ে পড়েছে। তাই দ্রুত জল সমস্যা সমাধানের জন্য এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষজন। এ বিষয়ে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ক্ষতিব সর্দার বলেন, “ এলাকার মানুষের দাবি সঙ্গত। ঐ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এ বিষয়ে ব্লক প্রশাসন ও বিধায়ককে সমস্যার কথা জানিয়েছি। আশাকরি দ্রুত সমস্যার সমাধান হবে।” ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, “ এটা শুধু ঐ এলাকার সমস্যা নয়, গোটা ক্যানিং জুড়েই এই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি আপাতত কিছু কিছু জায়গায় গভীর নলকূপে সাবমারসেবল পাম্প বসিয়ে এই জলের সমস্যা সমাধানের। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টাও চলছে।”

You might also like!