মেদিনীপুর, ১৯ জানুয়ারি : মেদিনীপুর মেডিক্যাল কলেজে অবস্থান বিক্ষোভে গাইনি বিভাগের চিকিৎসকরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রিন্সিপালের অফিসের সামনে শনিবার রাত থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন গাইনি বিভাগের জুনিয়র চিকিৎসকরা। এই হাসপাতালেই প্রসূতি মৃত্যুর ঘটনায় গত ১৬ জানুয়ারি ১২ জন চিকিৎসককে সাসপেন্ড ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ১২ জনের মধ্যে ৬ জন ছিলেন জুনিয়র চিকিৎসক।
এরপর গতকাল আরও একজন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন অর্ডার এসে পৌঁছয় মেদিনীপুর মেডিক্যালে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার রাত থেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ধর্নায় বসেছেন গাইনি বিভাগের জুনিয়র চিকিৎসকেরা।