West Bengal

1 year ago

Dilip Ghosh : গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার সরব হলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ২২ নভেম্বর  : “আগেই বলছিলাম পুলিশের এখন বড় কাজ হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো।” এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বলেলন, বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন। মঙ্গলবার সকালে নিউ টাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দিলীপ ঘোষ।

বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গিয়ে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গ দিলীপ ঘোষ বলেন, “টাকা পয়সা তুলে দেওয়া, সংগঠনের কাজ করা, ভোট জেতানো এ সবই এখন পুলিশের কাজ। এখন তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, সেটা পুলিশকে দিয়ে মেটাতে হচ্ছে। শুধু তাই নয় পুলিশকেও গুলি খেতে হচ্ছে। সমস্ত সমাজ বিরোধীদের নিয়ে তৃণমূল পার্টিটা আছে, গন্ডগোল মারপিট হবেই।” তিনি আরও বলেন, “পুলিশের ক্ষমতা নেই সমাজবিরোধীদের গায়ে হাত দেওয়া। পুলিশও তাই করছে। জানি না আর কত জন শহিদ হবেন!”

প্রসঙ্গত, টাকি রোডের উপর তৃণমূল কার্যালয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে গালিগালাজ হয় বলে অভিযোগ। এরপরই দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা ছড়ায় এলাকায়। এটি বরাবরই অশান্তি প্রবণ এলাকা। তাই গন্ডগোল মেটাতে কোনও রকম ঝুঁকি না নিয়েই, ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ বাহিনী। অভিযোগ, গন্ডগোলের মধ্যেই আচমকা গুলি চলে। গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল প্রভাত সর্দার। তিনি অনন্তপুর ফাঁড়ির পুলিশ। তাঁর বাঁ কাঁধে গুলি লাগে। জানা গিয়েছে, এক তৃণমূল ছাত্রনেতাকে বাঁচাতে গিয়েই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।


You might also like!