West Bengal

1 day ago

Situation under control in murshidabad: ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, মালদার ত্রাণ শিবিরে এখনও আতঙ্কে হিন্দুরা

Situation under control in murshidabad
Situation under control in murshidabad

 

মুর্শিদাবাদ ও মালদা, ১৪ এপ্রিল : ধীরে ধীরে ছন্দে ফিরছে হিংসা কবলিত মুর্শিদাবাদ। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ টহল দিচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। পুলিশের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে, সামশেরগঞ্জ ও সুতির বাসিন্দাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট, পরিস্থিতি এখনও থমথমে বলাই যেতে পারে।

পুলিশ জানিয়েছে, জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় রবিবার রাতে নতুন করে আর অশান্তির খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা স্পর্শকাতর এলাকায় অনবরত রুটমার্চ করছে। গ্রামে গ্রামে টহল দিচ্ছে পুলিশও। যাঁরা অশান্তির আবহে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তাঁদের ঘরে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন। বহু হিন্দুরা আতঙ্কে মালদার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, তাঁদেরই ঘরে ফেরানোর চেষ্টা চলছে।

You might also like!