Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

3 months ago

Durga Puja 2025: পুজোর প্ল্যানিংয়ে দিনভর ঘোরাঘুরি? সঙ্গে রাখুন এই স্মার্ট গ্যাজেটগুলো!

Smart Devices for Festivals
Smart Devices for Festivals

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাঝে আর মাত্র ক’টা দিন বাকি। পুজোর সময় ঠাকুর দেখা, আড্ডা আর ঘোরা-ঘুরি মিলিয়ে পুরো দিনটাই কেটে যায় বাইরে। তাই কিছু দরকারি গ্যাজেট সঙ্গে রাখলে অনেক সমস্যা সহজেই এড়ানো যাবে। বিশেষ করে যাঁরা ফটোগ্রাফি পছন্দ করেন, তাঁদের জন্য তো এটা একেবারেই দরকারি। রইল তেমনই কিছু জরুরি গ্যাজেটের তালিকা।

১। ডিজিটাল ক্যামেরা: ইদানীং মোবাইলে ভাল ছবি ওঠে ঠিকই। কিন্তু উচ্চ মানের ছবি তুলতে চাই ডিজিটাল ক্যামেরা। শুধু বন্ধুদের বা নিজের ছবি নয়, প্রতিমার এবং প্যান্ডেলের নিখুঁত ছবি চাইলে ভাল একটা ডিজিটাল ক্যামেরা সঙ্গে রাখুন।

২। হেডফোন: ঠাকুর দেখতে বেরোলে হেডফোন, বিশেষত ব্লুটুথ হেডফোন খুবই উপকারী। কারণ ভিড়ের মাঝে ফোন এলে মোবাইল বার না করেও খুব সহজে কথা বলে নিতে পারবেন। অথবা, হেডফোন কিন্তু এখন ফ্যাশনেরও অঙ্গ হয়ে দাঁড়িয়েছে! পুজোর সময়ে সঙ্গে রাখতেই পারেন।

৩। পাওয়ার ব্যাঙ্ক: পুজোয় বেরোলে সবার হাতেই ফোন থাকে। ছবি তোলা, ভিডিয়ো করা, বন্ধুদের সঙ্গে কথা বলা, সবেতেই চাই ফোন। ভিড়ে কেউ কাউকে খুঁজে না পেলে তো ভীষণ রকম জরুরি। ফলে এক বার যদি তার ব্যাটারি শেষ হয়ে যায়, খুব সমস্যায় পড়তে হয়। এই সব ধরনের বিপদ থেকে বাঁচতে সঙ্গে রাখতে পারেন একটি ভাল মানের ১০,০০০ এমএএইচ-এর পাওয়ার ব্যাঙ্ক।

৪। স্মার্ট ওয়াচ: এখন স্মার্ট ওয়াচ যেমন ফ্যাশনের অঙ্গ, তেমনই অনেক কাজে ব্যবহৃতও হচ্ছে এই ঘড়ি। শুধু সময় দেখা নয়, পুজোর ভিড়ের মাঝে ফোন এলে ঘড়িতেই দেখে নেওয়া যেতে পারে কে তা করেছে। ঘড়ি থেকে খুব সহজে কথাও বলতে পারেন। এ ছাড়া, কতটা হাঁটলেন, হার্টরেট বা রক্তচাপ কেমন, সবই নজরে রাখতে পারবেন এই ঘড়ির মাধ্যমে।

৫। ড্রোন: যাঁরা ফটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফির সঙ্গে যুক্ত, তাঁরা প্রশাসনের অনুমতি নিয়ে ড্রোন ব্যবহার করে সুন্দর মণ্ডপের দৃশ্য বা ভিড়ে ঠাসা পথের ছবি সমস্তটাই পাখির চোখে ক্যামেরাবন্দি করতে পারেন।

৬। ট্রাইপড: যাঁরা ছবি তুলতে ভালবাসেন, পোর্টেবল ট্রাইপড রাখতে পারেন সঙ্গে। সুন্দর এবং স্থির ভিডিও বা ছবি তোলার জন্য এটি খুব কার্যকরী।

৭। রিফ্লেক্টর: ডিজিটাল ক্যামেরায় ছবি তুলবেন ভাবছেন? আলো নিয়ন্ত্রণে একটি রিফ্লেক্টর সঙ্গে রাখতেই পারেন। এতে ছবির মান অনেকটাই বাড়বে।

৮। মোবাইল লেন্স: ভাল ক্যামেরা বা ফোন কেনা সামর্থ্যের মধ্যে না থাকলে মোবাইল লেন্স হতে পারে মুশকিল আসান। এটি আপনার মোবাইল ক্যামেরার ছবিকে অনেক উন্নত করে দেবে।


You might also like!