West Bengal

1 year ago

Mid Day Meal : মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় দল তার মধ্যেই অকেজো হয়ে গেল অ্যাপ

Mid Day Meal
Mid Day Meal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মিড-ডে মিলের পরিস্থিতি সরেজমিনে দেখতে কেন্দ্রের অডিট দল বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরছে। এই পরিস্থিতিতে বিকল হয়ে গেল মিড ডে মিলের অ্যাপ। এই পরিস্থিতিতে অ্যাপ-বিভ্রাট নানা প্রশ্ন তুলে দিয়েছে। 

সাধারনত, স্কুলে কত জন পড়ুয়া মিড-ডে মিল খাচ্ছে, প্রধান শিক্ষক-শিক্ষিকাদের তরফে তার হিসেব একটি অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে পাঠাতে হয়। স্কুলপ্রধানদের একাংশের অভিযোগ, কয়েক দিন ধরে ওই অ্যাপ অদ্ভুত আচরণ করছে। কত জন পড়ুয়া খেয়েছে, তার হিসেব ওই অ্যাপে ‘এন্ট্রি’ করলে উত্তর আসছে ‘নট রিপোর্টেড’! এর ফলে তাঁরা যে-হিসেব পাঠাচ্ছেন, তার কোনও প্রমাণ থাকছে না। 

 এমত পরিস্থিতিতে হিসেবে গোলমাল হলে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের উপরেই দায় বর্তাবে বলেও আশঙ্কা করছেন অনেকে। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, ‘‘কত জন পড়ুয়াকে খাওয়ানো হল, তার বিল তৈরি করতে হয়। ‘নট রিপোর্টেড’ হলে বিল তৈরিতে সমস্যা হতে পারে। কেন্দ্রীয় অডিট টিম যদি আমাদের কাছে রিপোর্ট চায়, তা হলে আমরা হিসেব করব কী ভাবে?’’ 

রাজ্যের মিড-ডে মিল বিভাগের এক কর্তা বলেন, ‘‘যে-সার্ভারের মাধ্যমে এই অ্যাপটি চলে, সেই সার্ভার আপডেট করার কাজ চলছে। তাই আপাতত কিছু দিনের জন্য ‘নট রিপোর্টেড’ দেখাচ্ছে। এটা প্রযুক্তিগত সমস্যা। আশা করা হচ্ছে, এই সমস্যা দু’-এক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’’

তবে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশের মত, কেন্দ্রের অডিট টিম ১৭ মার্চ থেকে রাজ্যে ঘুরছে। অ্যাপে নট রিপোর্টেড দেখাচ্ছে তার ঠিক দু’দিন আগে থেকে। মিড-ডে মিলের খরচের ৬০ শতাংশ দেয় কেন্দ্র। রাজ্য দেয় ৪০ শতাংশ। কেন্দ্র ও রাজ্যের এই খরচের দায়িত্ব বণ্টনের মধ্যে কোথাও কোনও গরমিল নেই তো? সেই কারনে অ্যাপটি বন্ধ করে দেওয়া হল না তো? 

You might also like!