Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

West Bengal

1 year ago

Anubrata Mondal : অনুব্রতর জন্য ৩ কুইন্টাল বেল কাঠ এবং ২৫ কেজি ঘি দিয়ে মহাযজ্ঞ ! কাজ হবে কী তাতে?

Anubrta Mondal  (File Picture)
Anubrta Mondal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে বীরভূমে ফের প্রাসঙ্গিক হয়ে উঠছেন অনুব্রত মণ্ডল। এর আগে তাঁকে সামনে রেখেই লালমাটির দেশে ভোট বৈতরণী পার হয়েছে তৃণমূল।  এবার তিনি সশরীরে নেই। কিন্তু তিনি আছেন। তৃণমূল সুপ্রিমোও মনে করেন তাঁকে বিনা দোষেই তিহাড়ে আটকে রাখা হয়েছে। বীরভূমে তিনি না থাকলেও, তাঁর জনপ্রিয়তায় যে ভাঁটা পড়েনি, তার প্রমাণ পাওয়া যাবে বোলপুরে গেলেই। ভোট আসতেই বোলপুরে তাঁর ছবি দেওয়া হোর্ডিং, তোরণ।  

এবার তাঁর শুভাকাঙ্ক্ষীরা ১০ ফেব্রুয়ারি বোলপুরে বিশাল যজ্ঞ করতে চলেছেন। সূত্রের খবর, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার মানুষ আসবেন সেই যজ্ঞে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০জন পুরোহিত থাকবেন। তিন কুইন্টাল বেল কাঠ এবং ২৫কেজি ঘি ব্যবহৃত হবে যজ্ঞে। অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বোলপুরে ২৫টি গেট তৈরি করা হবে। 

অনুব্রতর শুভাকাঙ্ক্ষীদের বক্তব্য, অনুব্রত মণ্ডল না থাকার জন্য জেলাতে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অনুব্রত ফিরে এলে জেলায় স্থিরতা ফিরবে। এই যজ্ঞের আগে সাঁইথিয়ার ১০নং ওয়ার্ডে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই হরিনাম হচ্ছে। যতদিন না তিনি মুক্তি না পাচ্ছেন, ততদিন এই হরিনাম চলবে, জানিয়েছেন উদ্যোক্তারা। 

একই ভাবে জেলা জুড়ে অনুব্রতর ছবি দিয়ে গেট তৈরি করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে অনুব্রত মণ্ডল। রয়েছে সম্প্রতি নতুন গঠিত পাঁচ সদস্যের কোর কমিটির সদস্যদের ছবি। 

বোলপুর জুড়ে যজ্ঞ সংক্রান্ত যে পোস্টার দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে, ' আগামী ১০ ফেব্রুয়ারি বোলপুর রেল ময়দান দুর্গামন্দিরে বোলপুর তথা বীরভূমের রূপকার অনুব্রত মণ্ডল মহাশয় সহ তাঁর পরিবারের মঙ্গল কামনায় বিশেষ হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ' 

২৩ জানুয়ারি বীরভূম জেলা নেতা-মন্ত্রীদের নিয়ে কালিঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠক করেছিলেন তৃণমূল-কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে ৯ জনের জায়গায়, ৫ জনের কোর কমিটি গঠন করা হয়৷ কমিটি থেকে ডানাছাঁটা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। পাশাপাশি, অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে নেত্রী নির্দেশ দিয়েছেন, কেষ্টকে সসম্মানে পদে বহাল রাখতে হবে আর অনুব্রতর অনুগামীদের বাদ দিয়ে সংগঠন করা যাবে না৷  

এরপরেই বীরভূমজুড়ে অনুব্রতর অনুগামীরা সক্রিয় হয়ে উঠেছে ৷ ইতিমধ্যের সিউড়ি ও বোলপুরে অনুব্রতর ছবি সহ ৫ কোর কমিটির সদস্যদের ছবি দিয়ে গেট তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কোর কমিটির সদস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের ছবি দেওয়া হয়েছে।

তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত, এমনই জল্পনা এখন ছড়িয়ে পড়েছে বীরভূমজুড়ে৷ কারণ,  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই সাংসদ শতাব্দী রায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, অনুব্রত ছাড়া পাচ্ছেন। তাই বীরভূমে অনুব্রতর ছবি দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া শুরু করেছে অনুগামীরা।

You might also like!