West Bengal

4 days ago

Abdur Rezzak Mollah Dies: প্রয়াত প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

Abdur Rezzak Mollah
Abdur Rezzak Mollah

 

কলকাতা, ১১ এপ্রিল : দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। আব্দুর রেজ্জাকের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বয়সের ভারে দীর্ঘদিন অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। অসুস্থতার কারণেই ২০২১ সালে রাজনীতির ময়দান থেকে অবসর নেন। ১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন রেজ্জাক মোল্লা। নিজেকে পরিচয় দিতে ভালবাসতেন ‘চাষার ব্যাটা’ বলে। ১৯৭৭ সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন রেজ্জাক। বামফ্রন্টের ভূমি সংস্কার দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দীর্ঘ দিন। রাজনীতি থেকে অবসর নেওয়ার পরে নিঃসঙ্গ রেজ্জাক মোল্লা ঘনিষ্ঠ মহলে বহু বার বলেছেন, সিপিএমের লোকজন তাঁর অসুস্থতার খবর নিলেও বর্তমান শাসকদলের কেউ খবর রাখে না।

You might also like!