বীরভূম, ১৫ নভেম্বর: এবার বীরভূমে চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক! বুধবার সকালে আমোদপুর স্টেশনে ঢোকার মুখে হাওড়াগামী মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের ডি থ্রি কামরায় ধোঁয়া দেখা যায়। ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মিনিট পনেরো দাঁড়িয়েছিল ট্রেন, মেরামতির পর ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয়।
রেল সূত্রের খবর, ব্রেক শ্যু থেকে ধোঁয়া বেরোচ্ছিল। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীরা জানিয়েছেন, আমোদপুর স্টেশনে ঢোকার মুখে ট্রেনের কামরায় ধোঁয়া দেখা যায়। যান্ত্রিক ত্রুটি সারানোর পরে ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয়। ব্রেক শ্যু থেকে ধোঁয়া বেরোচ্ছিল বলে রেল কর্তৃপক্ষের দাবি । তবে, কী কারণে এই ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।