কোচবিহার ও আসানসোল, ২৮ আগস্ট : মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে এনবিএসটিসি-র বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো বনধ সমর্থকদের বিরুদ্ধে। রাস্তায় বাস-গাড়ি আটকানোর অভিযোগও উঠেছে। বনধের বিরোধিতায় কোচবিহারে পাল্টা পথে নেমেছে জেলা তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে বিশাল মিছিল শহরের বিভিন্ন বাজার যায়। মাইকিং করে দোকানপাট খুলে রাখার আবেদন করা হয়।
এদিকে, আসানসোলের মহীশিলা কলোনি এলাকায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল-বিজেপি সমর্থকেরা, সকাল থেকে বনধ সমর্থকেরা কলোনির বাজার বন্ধ করিয়ে দেয় বলে অভিযোগ। এরপর তৃণমূলের কর্মী-সমর্থকেরা পুনরায় বাজার চালু করতে এলে দুই দলের মধ্যে হাতাহাতি হয়।