West Bengal

3 months ago

Mainaguri BDO : ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার ময়নাগুড়ির বিডিও ও আইসির

Mainaguri BDO (symbolic picture)
Mainaguri BDO (symbolic picture)

 

জলপাইগুড়ি, ৩০ জুলাই : স্বচ্ছতার বার্তা দিলেন ময়নাগুড়ির বিডিও ও আইসি। মঙ্গলবার ঝাড়ুহাতে রাস্তা পরিষ্কারে নামলেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু। তাঁর সঙ্গে ছিলেন আইসি সুবল ঘোষও। শ্রাবণী মেলার জন্য বিভিন্ন সংস্থা থেকে সার্ক রোডের পাশে ভক্তদের জল ও সরবত বিতরণ করা হয়। কিন্তু তারপর থেকে রাস্তার পাশেই পড়েছিল প্রচুর কাগজের গ্লাস-সহ একধিক বর্জ্য। এদিন নিজেদের উদ্যোগে সেগুলি পরিষ্কার করে মানুষের উদ্দেশ্যে পরিচ্ছন্নতার বার্তা দিলেন ময়নাগুড়ির বিডিও-আইসি। বিডিও ও আইসি-কে এই ভূমিকায় দেখে খুশি স্থানীয় মানুষজন।

You might also like!