দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আর জি করের অভয়া কাণ্ডের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি দুর্গাপূজা কমিটি এ বছর সরকারি অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটি এ বছর তাদের পূজার জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করেছে। বিগত বছরগুলিতে এই পুজো কমিটি সরকারি অনুদান গ্রহণ করলেও, এ বছর আরজিকরের চিকিৎসক ছাত্রীর নৃশংস মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়ে তারা অনুদান প্রত্যাখ্যান করেছে।
কমিটির এই সিদ্ধান্তে স্থানীয় মহিলাদের কাছ থেকে ব্যাপক সমর্থন এসেছে। তারা আগেই অভয়া কাণ্ডের বিরুদ্ধে একাধিক প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন, এবং এবার পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানিয়েছেন। শুক্রবার পুজো কমিটির সদস্যরা অশোকনগর থানায় গিয়ে লিখিতভাবে সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
পুজো কমিটির এক সদস্য জানিয়েছেন, "অভয়া কাণ্ডের মতো মর্মান্তিক ঘটনার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনও রকম সরকারি সাহায্য নিতে চাই না। এই সিদ্ধান্ত আমাদের প্রতিবাদের একটি রূপ।"এলাকার মানুষ এবং বিশেষত মহিলারা এই সিদ্ধান্তকে সমর্থন করে কমিটিকে সাধুবাদ জানিয়েছেন।