উত্তর ২৪ পরগনা : এসএসসি-র পরীক্ষায় দুর্নীতি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে এবার বিরোধীদের বার্তা দিলেন তিনি।বক্তৃতা করতে গিয়ে অভিষেক বলেন, "যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, চাকরি যাক, টাকা ফেরত দেওয়া করান।”
অভিষেক দাবি করেন, “কিছু অযোগ্যের জন্য আপনি ১৬-১৭ হাজার যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপি-র ধারাবাহিকতা দেখছি, যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও।" হাসপাতালে একজন যদি ভুল করেন, তাহলে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত কি? প্রশ্ন তোলেন অভিষেক।
চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এখানে রাজনৈতিক কথা বলা ঠিক নয়। কিন্তু এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়...আদালতকে সম্মান করি, মর্যাদা দিই, বিশ্বাস করি বিচারব্যবস্থা এখনও মাথানত করেনি, বিচারব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনও রায় যদি আমার পছন্দ না হয়, সেই রায়ের সমালোচনা করার অধিকার ভারতীয়দের দিয়েছে সংবিধান।
এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে, বিজেপি-র যে বৈমাতৃসুলভ আচরণ, বাংলার মানুষের প্রতি ধারাবাহিক যে বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন এই রায়ে দেখতে পেয়েছি।”অভিষেক সরাসরি প্রশ্ন তোলেন, "একজন বা দু'জন ব্যবস্থা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। কেউ বারণ করছে না। কিন্তু পাঁচ জনের ভুলের শাস্তি ৫০০০ বা ১০০ জনের ভুলের শাস্তি আপনি ১৭ লক্ষকে দিতে পারেন?”
প্রসঙ্গত, ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক ও অশিক্ষক কর্মিনিয়োগে কারচুপি-র অভিযোগের মামলায় নিযুক্তদের তালিকার গোটাটা বেআইনি বলে ঘেষণা করেছে সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে প্রবল হইচই হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে তোপ দেগেছেন একাধিকবার। প্রকাশ্য মন্তব্য করেছেন দলের কিছু শীর্ষ নেতা। কিন্তু অভিষেক তাঁর মন্তব্য জানালেন ।