West Bengal

1 year ago

Zilla News: কাকদ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ১০ ছাত্রী

10 students injured due to electrocution in Kakdwip
10 students injured due to electrocution in Kakdwip

 

কলকাতা, ২৬ নভেম্বর : কাকদ্বীপের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১০ ছাত্রী। তাদের সকলেরেই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। এরা সকলেই দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ গভর্নমেন্ট স্পনসর্ড আশ্রম টাইপ হাইস্কুল ফর গার্লসের ছাত্রী। জানা গিয়েছে স্কুল বিল্ডিংয়ে বৈদ্যুতিক ত্রুটির কারণে সম্পূর্ণ বিল্ডিংটিতে বিদ্যুৎ প্রবাহ শুরু হয় । সেই সময় জখম হয় ১০ জন ছাত্রী।

ছাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা। কীভাবে গোটা বিল্ডিংটিতে বিদ্যুৎ প্রবাহ হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেয় কাকদ্বীপ থানার পুলিশ। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সকল ছাত্রী সুস্থ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, এখানে মোট ১৯৭ ছাত্রী পড়াশোনা করে। শনিবার ওই বিল্ডিংয়ে একটি পাম্প মেশিন চালানোর সময় ঘটে বিপত্তি। তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরে আহত ছাত্রীদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷

You might also like!