Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

Video

1 year ago

Vande Bharat Express: চলন্ত বন্দে ভারতে উঠতে গিয়ে ঝুঁকির মুখে যাত্রী

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্রেনের স্বয়ংক্রিয় দরজা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে। তারপরেও দরজা ঝুলে ট্রেনে ওঠার চেষ্টা এক যাত্রীর। RPF এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সহায়তায় মৃত্যুমুখ থেকে ফিরলেন যাত্রী। ফের এক বিপত্তির হাত থেকে রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।শনিবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে মালদা টাউন স্টেশনে (Malda Town Station) এসে পৌঁছয় হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে দাঁড়ায় ট্রেন। সন্ধ্যা ছটা নাগাদ মালদহ টাউন স্টেশন (Malda Town Station) থেকে ছাড়ে বন্দে ভারত। অত্যাধুনিক ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও ছুটে এসে এক যাত্রী ট্রেনে ওঠার চেষ্টা করেন। দরজা না খোলার কারণে ওই যাত্রীও দরজা ধরে ঝুলতে থাকেন। ট্রেন তখন সবে স্পিড নিতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্মের উপরে পরেই যাচ্ছিলেন ওই যাত্রী। ট্রেনে নিচে চলে যাওয়ার উপক্রম হয় ওই যাত্রীর। সঙ্গে সঙ্গেই দৌড়ে আসেন প্ল্যাটফর্মে কর্তব্যরত দুুই RPF কনস্টেবল রঞ্জিত কুমার এবং সুমিত কুমার। বেশ কিছু যাত্রীরাও ছুটে যান ওই ব্যক্তিকে রক্ষা করতে। পরে তাকে বাঁচিয়ে প্ল্যাটফর্মে তোলা হয়। সেই যাত্রীর কোনওরকম চোট লাগেনি বলে রেলওয়ে সূত্রে জানা গিয়েছে।রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ওই রেলযাত্রী হাওড়া গামী  বন্দে ভারত এক্সপ্রেস সি-৫ কোচের ৯ নম্বর আসনের যাত্রী ছিলেন। প্ল্যাটফর্মে সময়ের আগে পৌঁছবে পারেননি ওই যাত্রী। উনি যখন মালদা প্ল্যাটফর্মে পৌঁছন, ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিতেই তার পেছনে দৌড়ানো শুরু করে ওই যাত্রী। পরে লাগেজ বগির সামনে দরজা ধরে ঝুলে ট্রেনে ওঠার চেষ্টা করেন।প্ল্যাটফর্মের মধ্যে পুরো ঘটনার ছবি ধরা পড়ে CCTV ক্যামেরাই। ছুটে আসেন দুই কনস্টেবল এবং প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকা অন্যান্য ট্রেনের রেল যাত্রীরা। বিষয়টি বুঝতে প্ল্যাটফর্মে ট্রেন থামান গার্ড। উদ্ধার করার পর ওই ট্রেন যাত্রীকে আবার গাড়িতে তোলা হয়। রেল যাত্রীর প্রাণ বাঁচানো কর্তব্যরত RPF কনস্টেবলদের ভূমিকায় খুশি রেল কর্তৃপক্ষ। প্রশংসা করেছেন অন্যান্য রেল যাত্রী থেকে উপস্থিত মানুষজন। স্বয়ংক্রিয় দরজা এমনিতেই ট্রেন ছেড়ে দেওয়ার পর বন্ধ হয়ে যায়, তারপরেও ওই যাত্রী প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। যাত্রীদের সচেতনতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

#vandebharatexpress #durantabartaonline #newsupdate #newshighlights #breakingnews

You might also like!