Video

1 year ago

Shantanu Banerjee :নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনুর আরও সম্পত্তির হদিশ, মিলল সম্পত্তি ব্যান্ডেলে

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) আরও সম্পত্তির হদিশ পেল এবিপি আনন্দ। ব্যান্ডেলে শরৎ সরণিতে মিলল বাড়ির খোঁজ। বাড়িটি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, দাবি স্থানীয়দের। নিজের স্ত্রীর নামে বাড়িটি কেনেন শান্তনু। এখন তালাবন্ধ রয়েছে বাড়িটি।  কোথাও বিশাল তিনতলা বাড়ি, কোথাও আবার বিপুল আয়তনের ফ্ল্যাট। কোথাও ধাবা-হোটেল, আরেক জায়গায় রিসর্ট। নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ধৃত হুগলির তৃণমূল নেতার (TMC Leader) সম্পত্তির খতিয়ান দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। সূত্রের খবর, হুগলি জেলাজুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শান্তনুর (Santanu Banerjee) সম্পত্তি। ইনি হুগলি (Hooghly) জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন।  

ইডি সূত্রে দাবি, এখনও অবধি এই যুব তৃণমূল নেতার ১০টি সম্পত্তির হদিশ মিলেছে। 

তার মধ্য়ে রয়েছে হুগলির বলাগড়ে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের  বিলাসবহুল তিনতলা বাড়ি! যেখানে রয়েছে ৭টি সিসি ক্যামেরা। বাড়ির বাইরের গ্যারেজে রয়েছে দু'টি গাড়ি।

বলাগড়ে আসাম রোডের ধারে হদিশ মিলেছে শান্তনুর একটি বিলাসবহুল ধাবার। ধাবার ভেতরে রয়েছে অত্যাধুনিক লাউঞ্জ, হুক্কাবার। 

ধাবার উল্টোদিকেই রয়েছে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের ইচ্ছেডানা গেস্ট হাউস। 

বলাগড়ে গঙ্গার ধারে রয়েছে একটি বিলাসবহুল রিসর্ট। সিসিটিভি ঘেরা এই রিসর্টের ভেতরে রয়েছে সুইমিং পুল। রয়েছে গঙ্গায় নামার ব্যক্তিগত সিঁড়িও। 

হুগলির চন্দননগরে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের একটি ১৮০০ বর্গফুটের ফ্ল্য়াটও রয়েছে।

ইডির দাবি, একাধিক জমি এবং দুটি বাড়ি-সহ প্রায় ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে শান্তনুর। 

রয়েছে বেনামে সম্পত্তিও।

ব্যান্ডেলে শরৎ সরণিতে মিলল বাড়ির খোঁজ। বাড়িটি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, দাবি স্থানীয়দের।

যে সব সম্পত্তি ২০১৫ সালের পর কেনা হয়েছে, তার বেশিরভাগই নগদে কেনা হয়েছে। তদন্তকারীদের দাবি, ২০১৪ সালের টেটে যখন দুর্নীতি হয়, তারপরই উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায় শান্তনুর সম্পত্তি। তার আগে তাঁর সম্পত্তি বলতে সেরকম কিছুই ছিল না। বিদ্যুৎ দফতরের সামান্য কর্মচারী ছিলেন শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। বছরে বেতন ছিল কয়েকলক্ষ টাকা। তারপরেই রকেটগতিতে উত্থান হয় শান্তনুর। নিজের নামে বিপুল সম্পত্তি, নিজের নামে কোম্পানি। তাঁর আয়ের সঙ্গে বিপুল সম্পত্তির সঙ্গতিও পাওয়া যায়নি।


You might also like!