হাওড়ার সাঁতরাগাছির কাছে গড়পায় দুর্ঘটনার কবলে বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির গাড়ি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির ভিতরে নওশাদ ছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে নওশাদ সুরক্ষিত রয়েছেন বলে জানা যাচ্ছে। এলাকায় রয়েছে উত্তেজনা।
সূত্রের খবর, এদিন বাড়ি থেকে বেরিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই সময় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আচমকা বিধায়কের গাড়ির সামনে বড় গাড়ি দাঁড়িয়ে যায়। তারপরই ওই গাড়ির পিছনে এসে বিধায়কের গাড়ি ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় বিধায়কের গাড়ি। যদিও, বিধায়ক এবং তাঁর চালক সুরক্ষিত রয়েছেন। তবে আচমকা কেন ওই গাড়িটি দাঁড়িয়ে পড়ল সেই নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক।
জানা গিয়েছে, যে গাড়িটির পিছনে আইএসএফ নেতার গাড়ি ধাক্কা মারে সেই গাড়িটি করে খাবার সরবরাহ হচ্ছিল। তবে হাইরোডের উপরে হঠাই কেন ব্রেক কষলেন সেই নিয়ে প্রশ্ন উঠছেন। এখনও পর্যন্ত গাড়ির চালক কোথায় আদৌ তাঁকে পুলিশ আটক করেছে কি না সেই বিষয়ে কিছু জানতে পারা যায়নি। এলাকায় পৌঁছেছে পুলিশ। নওশাদ সিদ্দিকি পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছেন।