বঙ্গোপসাগরে নিম্নচাপ । দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর । আলিপুরের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে শুক্র ও শনিবার ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।