Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Video

5 months ago

Justice For Krishnendu | চোর অপবাদে আত্মঘাতী কৃষ্ণেন্দু, শোকে স্তব্ধ পাঁশকুড়ার গোঁসাইবেড়

 

পাঁশকুড়ার মৃত নাবালকের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি,প্রশ্ন তুললেন পুলিশের ভূমিকা নিয়ে পাঁশকুড়ার গোঁসাইবেড় গ্রামের বছর বারোর কৃষ্ণেন্দু চোর অপবাদে আত্মঘাতী হয়।আজ তার বাড়িতে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শোকার্ত পরিবারের সাথে দেখা করেন। এবং সর্বত ভাবে শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।শুভঙ্কর সরকার বলেন নাবালকের পরিবার অভিযোগ করতে যেতে পারছেন না কেননা তারা অসুস্থ মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু এখানে আইসি লোক পাঠিয়ে কেস লিখিয়ে নিয়ে যেতে পারতেন। একটা পরিবার তার সন্তান হারালো কিন্তু তাদের পারলৌকিক ক্রিয়াকর্ম করতে দেওয়া হয়নি।আমি অ্যাডিশনাল এসপি কে জানিয়েছি ।পরিবারের তরফে কমপ্লেইন করা হলে উনি ব্যবস্থা নেবেন জানিয়েছেন।তবে প্রদেশ কংগ্রেস সভাপতি পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করেন নাবালকের পরিবারের পাশে যারা দাঁড়াতে চাইছেন পুলিশ তাদের অ্যারেস্ট করছে। এমনকি এরেস্ট হওয়া পরিবারের লোকজন অযথা পুলিশি হয়রানের অভিযোগ জানান শুভঙ্করের কাছে।

You might also like!