পাঁশকুড়ার মৃত নাবালকের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি,প্রশ্ন তুললেন পুলিশের ভূমিকা নিয়ে পাঁশকুড়ার গোঁসাইবেড় গ্রামের বছর বারোর কৃষ্ণেন্দু চোর অপবাদে আত্মঘাতী হয়।আজ তার বাড়িতে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শোকার্ত পরিবারের সাথে দেখা করেন। এবং সর্বত ভাবে শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।শুভঙ্কর সরকার বলেন নাবালকের পরিবার অভিযোগ করতে যেতে পারছেন না কেননা তারা অসুস্থ মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু এখানে আইসি লোক পাঠিয়ে কেস লিখিয়ে নিয়ে যেতে পারতেন। একটা পরিবার তার সন্তান হারালো কিন্তু তাদের পারলৌকিক ক্রিয়াকর্ম করতে দেওয়া হয়নি।আমি অ্যাডিশনাল এসপি কে জানিয়েছি ।পরিবারের তরফে কমপ্লেইন করা হলে উনি ব্যবস্থা নেবেন জানিয়েছেন।তবে প্রদেশ কংগ্রেস সভাপতি পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করেন নাবালকের পরিবারের পাশে যারা দাঁড়াতে চাইছেন পুলিশ তাদের অ্যারেস্ট করছে। এমনকি এরেস্ট হওয়া পরিবারের লোকজন অযথা পুলিশি হয়রানের অভিযোগ জানান শুভঙ্করের কাছে।