দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নকল (জাল)দলিল করে ১ একর ৮৪ শতক জমি নিজের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল কালনায়, কালনার রসুলপুর এলাকার মেহের আলী শেখ নামে ১ ব্যক্তির বিরুদ্ধে।তার পরই কালনা ১ নম্বর ব্লকের ভূমি সংস্কার দপ্তর অফিসে অভিযোগকারীদের ডেকে হেয়ারিং করলেন, কালনা এক ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৈয়দ মাসদুল আনোয়ার। কালনার রসুলপুর গ্রামের বাসিন্দা সৈয়দ আবদুল হাসান, ইরফান আলী মল্লিকের পরিবার ও সৈয়দ আমিরুল ইসলাম কালনা বি,এল,আর,ও অফিসে একটি অভিযোগ দায়ের করেন। এরপরই বিষয়টি খতিয়ে দেখে জানা যায় মেহের আলী শেখ, সৈয়দ আবদুল হাসানের পরিবর্তে অন্য লোক নিয়ে গিয়ে নিজের নামে রেকর্ড করে নেয় মেহের আলী। পরবর্তী সময় সৈয়দ আব্দুল হাসানের পরিবারের লোকেরা তা জানতে পেরেই অভিযোগ দায়ের করেন কালনা ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে। একইভাবে বাকিদের জমিও নিজেদের নামে রেকর্ড করিয়ে নেয় মেহের আলী। এরপর ওই তিন ব্যক্তি ভূমি সংস্কার দপ্তরে অভিযোগের ভিত্তিতে, কালনা এক ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দপ্তরে হেয়ারিং শেষে সোমবার, বি,এল,আর, ও সৈয়দ মাসদুল আনোয়ার তিনি বলেন, পুরো বিষয়টি খতিয়ে আমরা দেখেছি, উনারা প্রতারিত হয়েছে। আমরা আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা গ্রহণ করব। যদিও অভিযুক্ত ব্যক্তির কোন উত্তর পাওয়া যায়নি