Tripura

1 year ago

Tripura: ত্রিপুরা : ককবরক ভাষার রোমান হরফের দাবিতে টিএসএফ আহূত বনধে আগরতলা সহ নানা জায়গায় গ্রেফতার বহু পিকেটার

Many picketers were arrested in various places including Agartala
Many picketers were arrested in various places including Agartala

 

আগরতলা, ২৮ আগস্ট  : ককবরক ভাষার রোমান হরফের দাবিতে আজ সোমবার জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ আহূত বনধ চলছে ত্রিপুরার বেশ কয়েকটি এলাকায়। যে সব এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টার বনধ আহ্বান করা হয়েছে সেগুলি যথাক্রমে বড়মুড়া তথা হতাইকাতর, চম্পকনগর, হেজামারা, বিশ্রামগঞ্জ ও মনুঘাট। আজ সকালে বনধ আহ্বানকারী সংগঠনের কর্মী-সমর্থকরা পিকেটিং করছেন। পুলিশ পিকেটারদের আটক করেছে। আগরতলায় সার্কিট হাউস এলাকায় বহু পিকেটারকে পুলিশ গ্রেফতার করেছে।

ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সুযোগ চেয়ে গত ৫০ বছর ধরে দাবি জানানো হচ্ছে। বর্তমান সরকারের কাছে দুমাস আগে একটি দাবি সনদ পেশ করা হয়েছিল। কিন্তু সরকারের কাছ থেকে কোনও ধরনের বিবৃতি পাওয়া যায়নি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়, ২৮ আগস্ট হতাইকাতর, চম্পকনগর, হেজামারা, বিশ্রামগঞ্জ এবং মনুঘাটে ১২ ঘণ্টার বনধ পালন করা হবে।

শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বনধের ঘোষণা করেছিলেন টিএসএফ-এর সাধারণ সম্পাদক হাউমনু জমাতিয়া। তবে সোমবাট এ বনধের আওতার বাইরে রয়েছে জরুরি পরিষেবার যানবাহন এবং দোকানপাট।

প্রসঙ্গত, ককবরক হচ্ছে ত্রিপুরার জনজাতিভুক্ত মানুষের একটি ভাষা। এই ভাষার রোমান হরফের দাবি উঠেছে কয়েক দশক আগে। বাম জমানায়ও এই ভাষার রোমান হরফ চালু করা হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, তার পরও রোমান হরফ চালু করা হয়নি। টিএসএফ-র এই বনধকে সমর্থন করেছে এনএসইউআই সহ আরও কয়েকটি ছাত্র যুব সংগঠন।


You might also like!