Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Travel

2 years ago

Most visited tourist places in India: ভারতের এই স্থান গুলিতে সর্বাধিক পর্যটক ভিড় জমান কেন? কারন জানেন কী?

Goa (Collected)
Goa (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত বর্ষকে পৃথীবির ক্ষুদ্র সংস্করন বলা হয়। পাহাড় ,জঙ্গল, মালভূমি,মরুভূমি, উপত্যকা, সমভূমি সব নিয়ে গড়ে উঠেছে ভারত ভূখন্ডের রুপরেখা। এর রুপচিত্রে চোখ রাখলে কোথাও দেখা মেলে সমুদ্র সৈকত তো কোথাও দেখা মেলে বরফ ঢাকা উপত্যকার। 

কেবল ভুমিরুপের ক্ষেত্রে নয় আবহাওয়ার না না বৈচিত্র্য চোখে পড়ে এখনে। আবার এই ভুমিরুপ ও আবহাওয়ার সঙ্গে সাজুজ্য রেখে চোখে পড়ে এই ভুখন্ডে বসবাসী মানব সমাজের পোশাক থেকে খাদ্যাভ্যাসের বৈচিত্র্য ও। 

ভারতে মোট ২৮ টি রাজ্য রয়েছে, তবে ভারতের এই রাজ্য গুলির মধ্যে সর্বাধিক ভিড় জমান কোন কোন রাজ্যের ঠিক স্থানে জানা আছে কী? এই প্রতিবেদনে এপ্রসঙ্গেই কিছু তথ্য  তুলে ধরা হল। 

সিমলাঃ এই অদ্ভুত হিল স্টেশনটি ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে বিখ্যাত। পাহাড়ের প্রতি ভালোবাসা আছে এমন মানুষ তো বটেই ,তা ছাড়া যে কেউ ই এখানে বেড়িয়ে আসতে পারেন। আমার মতে প্রত্যেকের জীবনে অন্তত একবার সিমলা ঘুরে দেখার সুযোগ করে দেয়।

কী দেখতে হবে: কালকা-সিমলা রেলপথ, জাখু, দ্য রিজ - সিমলা, রাষ্ট্রপতি নিবাস, সামার হিল

দেখার সেরা সময়: সারা বছর 

         


উদয়পুরঃ সুন্দর হ্রদ , মনোরম হাভেলি, প্রাণবন্ত বাজারে ঘেরা এই শহর সত্যিই আশ্চর্যের। এই শহরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আপনি যদি সপহোলিক ও ভারতের পুরানো শহর সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী হন তাবে অবশ্যই একাহনে একবার ভিজিট করুন। 

কী দেখবেন: সিটি প্যালেস, লেক পিচোলা, জগ মন্দির, জগদীশ মন্দির

ভ্রমণের সেরা সময়: ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 

            

গোয়াঃ  ভারতের সর্বাধিক অনুসন্ধান করা পর্যটন স্থানগুলির মধ্যে একটি হল গোয়া, গোয়ার জনপ্রিয়তা কতটা তা প্রমাণিত হয়ে যায় এর দ্বারা। আপনি যদি আমাদের জিজ্ঞাসা করেন তবে গোয়াতে ভিজিট করার কারন , সেক্ষেত্রে বলব এখানে বেশ কয়েকটি স্পট রয়েছে যা হ্যাপি আওয়ার খাবার এবং ককটেলগুলির জন্য নিখুঁত জায়গা।এক কথায় চিলআউট করার জন্য এই স্থান একেবারে পারফেক্ট। 

কী দেখবেন: দুধসাগর জলপ্রপাত, ফোর্ট আগুয়াদা, বন্ডলা বন্যপ্রাণী অভয়ারণ্য, খ্রিস্টান শিল্পের যাদুঘর

ভ্রমণের সেরা সময়: নভেম্বর থেকে ফেব্রুয়ারি

             


পুদুচেরিঃ তামিলনাড়ু রাজ্যের সীমান্তে অবস্থিত এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি বা পুদুচেরি।এর মূল আকর্ষন হল সমুদ্র সৈকত এবং ফরাসি বসতি উপনিবেশগুলি। এটি ভারতের একটি অন্যত্তম হলিডে ডেস্টিনেশন

কী দেখতে হবে: যীশুর পবিত্র হৃদয়ের ব্যাসিলিকা, রক বিচ, ওল্ড লাইটহাউস, অরোভিল

ভ্রমণের সেরা সময়: অক্টোবর থেকে মার্চ 

            

হায়দ্রাবাদঃ হায়দ্রাবাদকে নিজামের শহর বলা হয়। শীতকালে অবকাশ যাপনকারীদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় এই শহরটি। এটি একটি ঐতিহাসিক স্থানও। এখানে খাঁটি মুক্তার গহনা, দুর্দান্ত রেস্তোরাঁ এবং সুস্বাদু হায়দ্রাবাদের খাবারের সাথে একটি ভাল সময় কাটাবার পারফেক্ট ডেস্টিনেশন।

কী দেখবেন: চারমিনার, গোলকোন্ডা ফোর্ট, রামোজি ফিল্ম সিটি, চৌমহল্লা প্রাসাদ

ভ্রমণের সেরা সময়: নভেম্বর থেকে ফেব্রুয়ারি


          



You might also like!