Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Travel

2 years ago

Two Offbeat Travel Destinations Are Kashi :উত্তর কাশীকে কেন্দ্র করে অফবিট ভ্রমণ - নতুনত্বের স্বাদ

North Kashi
North Kashi

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গতানুগতিক জায়গা ছেড়ে একটু নতুন জায়গার স্বাদ নেবার জন্য আমাদের এবারের নতুন ডেস্টিনেশন উত্তর কশীকে কেন্দ্র করে দু'টি অফবিট ভ্রমণের জায়গা।

 দেবভূমি কশী - উত্তর কাশীর বিশ্বনাথ মন্দির হিন্দুদের পবিত্র ভূমি। এখানকার প্রধান আকর্ষণ বিশ্বনাথ মন্দির। মহাদেবের এই মন্দিরে একবার দর্শন করলেই বুঝতে পারবেন এর মাহাত্ম্য কোথায়! ভাগিরথীর তীরে অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য গল্পগাঁথা। দূর-দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন শিবের মাথায় জল ঢালার জন্য। স্থানীয়দের পাশাপাশি আগত পর্যটকদের একটা বড় অংশের বিশ্বাস এই মন্দির খুবই জাগ্রত। মন থেকে কিছু চাইলে মহাদেব তাঁর ভক্তকে খালি হাতে ফেরান না। এই কাশী দর্শনের পরে কশীতে অবস্থান করেই ঘুরে নিন দু'টি অপূর্ব অফবিট বেড়ানোর জায়গা।

১) বারসু গ্রাম - শহরের ব্যস্ততা পরিত্যাগ করে যদি মন নির্জনতা চায়,তাহলে উত্তর কাশীর অদূরেই আছে এই বারসু গ্রাম। ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই গ্রামে যেমন রয়েছে রহস্য-রোমাঞ্চ, তেমনই রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। যদি মনে করেন ওই গ্রামের রাত কাটাবেন,তার ব্যবস্থাও আছে। সামান্য কয়েকটি হোমস্টে রয়েছে এই গ্রামে। তবে আতিথেয়তার কোনও খামতি নেই। এইসব হোমস্টের জন্য অনলাইনেই বুকিং করতে পারবেন। পাকা সড়কপথ ধরেই পৌঁছন যায় গ্রামে।

২) মানেরি ড্যাম - উত্তর কাশীর অদুরেই আছে একটি বড়ো বাঁধ - যার নাম মানেরি ড্যাম। উত্তরকাশী ড্যামের জল একটি বড় টানেলে এসে পড়ে। সেখানে রয়েছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র। এই পাওয়ার স্টেশন Maneri Bhali Hydroelectric Project- এর অংশ। ১৯৬০ সালে তৈরি হয়েছিল এই প্রকল্প। এরপর ১৯৮৪ সালে বাঁধ নির্মিত হয়। এখানকার চারপাশের প্রাকৃতিক পরিবেশ নৈসর্গিক বললেও অনুচিত হবে না।

  তাই দু'তিন দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন এই অফবিট বেড়ানোর জায়গায়।

You might also like!